ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত ছাপাখানা

প্রকাশিত: ০৪:০৭, ৭ মার্চ ২০১৬

সাতক্ষীরায় ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত ছাপাখানা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়নে নির্বাচনের বাকি মাত্র ১৬ দিন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ভরে গেছে গ্রামাঞ্চল। আর প্রার্থীদের পোস্টার ছাপাতে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যস্ত সময় পার করছেন প্রেস মালিক আর শ্রমিকরা। অন্যদিকে শিল্পীরাও পিছিয়ে নেই। প্রার্থীদের প্রতীক তৈরির পাশাপাশি রংতুলির আঁচড় দিয়ে প্রতীকগুলো জীবন্ত করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ৭৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৪ চেয়ারম্যান প্রার্থী। আশাশুনিতে ১১টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩ চেয়ারম্যান প্রার্থী। কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ চেয়ারম্যান প্রার্থী। দেবহাটায় পাঁচটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ চেয়ারম্যান প্রার্থী। শ্যামনগরে ১২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩ চেয়ারম্যান প্রার্থী। তালায় ১২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৬ চেয়ারম্যান প্রার্থী এবং কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে ৫৮ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
×