ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় আছি বলে বাড়াবাড়ির সুযোগ নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৩:৪০, ৬ মার্চ ২০১৬

ক্ষমতায় আছি বলে  বাড়াবাড়ির সুযোগ  নেই ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ মার্চ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতায় আছি বলে বাড়াবাড়ি করার কোন সুযোগ নেই। যারা ক্ষমতার সুযোগ নিতে চান তারা এখনই সতর্ক হয়ে যান। আর যারা রাজনীতিকে ভালবাসেন-জনগণের কল্যাণের কথা ভাবেন তারাই নেতা হবেন। শনিবার দুপুরে টাঙ্গাইল ভাসানী হল মিলনায়তনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের উন্নয়নের নানাদিক তুলে ধরে তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নেতৃত্ব রয়েছে বলেই জনগণের অর্থেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে। এ সেতুর কাজ শেষ হলে দেশের দক্ষিণবঙ্গের মানুষ অর্থনৈতিকভাবে লাভবানসহ দেশের অন্য অঞ্চলের মানুষদেরও ভাগ্যে পরিবর্তন হবে। দেশকে আরও সামনের দিকে নিতে হলে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হলে দলমতের উর্ধে থেকে কাজ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে কোন অপরাজনীতি মেনে নেয়া হবে না। একই সঙ্গে কেউ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করলে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তিনি সকলকে একযোগে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান। টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামছুজ্জামান পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, ছানোয়ার হোসেন এমপি, অনুপম শাজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কালিহাতী আসনের এমপি প্রার্থী সোহেল হাজারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির্জা বাবুল প্রমুখ।
×