ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনে ৬ জিবি র‌্যাম!

প্রকাশিত: ০৫:২৩, ৩ মার্চ ২০১৬

স্মার্টফোনে ৬ জিবি র‌্যাম!

ভিভো নিয়ে এসেছে ৬জিবি র‌্যামের স্মার্টফোন। দ্রুতগতির ইন্টারনেট ও গেমিং চাহিদার কারণেই বাড়ানো হচ্ছে স্মার্টফোনের র‌্যামের ক্ষমতা। ক্রেতার চাহিদা বিবেচনায় রেখেই ৬জিবি র‌্যামের স্মার্টফোন নিয়ে এসেছে ব্রাজিলীয় প্রতিষ্ঠান ভিভো। আর বিশ্বের প্রথম ৬জিবি র‌্যামের স্মার্টফোনটি হলো ‘ভিভো এক্সপ্লে৫ এলিট’। শীঘ্রই স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীনে ছাড়া হবে স্মার্টফোনটি। পাশাপাশি ৪জিবি র‌্যামের ‘ভিভো এক্সপ্লে৫’ স্মার্টফোনটিও বাজারে ছাড়া হবে। চীনের বাজারে পাওয়া যাবে ৮ মার্চ থেকে। ‘ভিভো এক্সপ্লে৫ এলিট’ সেটটিতে রয়েছে গরিলা গ্লাস ৪ এর প্রলেপ দেয়া, মেটাল বডি। স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ মডেলের মতো এই সেটেও আছে কিউএইচডিসহ ডুয়েল কার্ভড ৫.৪৩ সুপার এ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিন রেজুলেশন ১৪৪০বাই২৫৬০ পিক্সেল। স্মার্টফোনটি চলবে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেটে। ৬ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ২.১৫ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি এবং আদ্রেনো ৫৩০ জিপিইউ। ভিভো এক্সপ্লে৫ এলিট স্মার্টফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা যাতে রয়েছে সনি আইএমএক্স২৯৮ সেন্সর। আরও আছে ফেজ ডিটেকশন অটোফোকাস (পিডিএএফ), ৬পি লেন্স, এফ/২.০ অ্যাপার্চার এবং ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ। সামনে আছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটি চলবে এ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। ফানটাচ ওএস ২.৬ স্কিন থাকবে সবার ওপরে। ফোনটির ব্যাকপ্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। তবে আলাদা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ নেই। এর ব্যাটারি ৩৬০০ এমএএইচের। চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে ৮ মার্চ থেকে। দাম ধরা হয়েছে চার হাজার ২৮৮ চীনা ইয়েন। সূত্র : এনগ্যাজেট।
×