ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উন্নয়নের বিরোধীরা গণতন্ত্রের শত্রু ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২০, ৩ মার্চ ২০১৬

উন্নয়নের বিরোধীরা গণতন্ত্রের শত্রু ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দেশের উন্নয়নে যারা বিরোধিতা করে, তারা গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও বিদ্যুত সেক্টরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। উন্নত বিশ্বে বাংলাদেশের উন্নয়ন একটি রোল মডেল। হঠাৎ সারাদেশে শিশু হত্যা বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তবুও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পার্শ্ববর্তী যে কোন গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত এবং ভাল রয়েছে। তিনি বুধবার দুপুরে সিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ শহিদ মোঃ সাদেকুল ইসলাম, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সিরাজুল ইসলাম খান, কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদরের পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বেলকুচির পৌর মেয়র আশানুর বিশ্বাস বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ জেলা পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারগণ বক্তব্য দেন। উন্নয়ন সমন্বয় ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘স্বাস্থ্যসেবার অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ সেøাগানে এ বছর ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পালিত হবে নানা আয়োজনের মধ্য দিয়ে। তিনি বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ অসামাজিক কর্মকা- প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচী গ্রহণের কারণে দেশ এখন বিদ্যুত সমস্যা থেকে মুক্ত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ বিদেশে বিদ্যুত রফতানি করবে। একই সঙ্গে স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, রাস্তাঘাটসহ এই সরকারের আমলে সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে দেশের দক্ষিণবঙ্গের মানুষ অর্থনৈতিকভাবে লাভবানসহ দেশের অন্য অঞ্চলের মানুষদেরও ভাগ্যে পরিবর্তন হবে। দেশকে আরও সামনের দিকে নিতে হলে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হলে দলমতের উর্ধে থেকে কাজ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে কোন অপরাজনীতি মেনে নেয়া হবে না। একই সঙ্গে কেউ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করলে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তিনি সকলকে একযোগে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
×