ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাগ হতে পারে সিরিয়া

প্রকাশিত: ০৪:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভাগ হতে পারে সিরিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক কমিটিকে বলেছেন, সিরিয়াকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টায় অনেক বিলম্ব হয়ে গেছে। যদি দেশটির গৃহযুদ্ধে অস্ত্রবিরতি সফল না হয়, তবে ওয়াশিংটন দেশটির বিভাগ সমর্থন করবে বলে তিনি আভাস দেন। খবর গার্ডিয়ান অনলাইনের। কেরি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে শুরু হওয়ার কথা এমন এক পরিকল্পিত অস্ত্রবিরতি যদি কার্যকর না হয় বা যদি আগামী কয়েক মাসের মধ্যে সত্যিকার অর্থে সরকার পরিবর্তন না ঘটে, তা হলে তিনি বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। এ পরিকল্পনাতে সিরিয়াকে ভাগ করার প্রস্তাব থাকতে পারে। তিনি মঙ্গলবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটিতে বলেন, যদি আমরা খুব বেশি দিন অপেক্ষা করি, তবে সিরিয়াকে এক রাখার পক্ষে তা খুবই দেরি হয়ে যেতে পারে। কেরি সিরীয় সমস্যার সমাধান হিসেবে দেশটির বিভাগ সমর্থন করেননি। তিনি সিরিয়ায় সামরিক দিক দিয়ে আরও বেশি মাত্রায় জড়িত হওয়ার মতো বিকল্প পরিকল্পনার বিস্তারিত দিকগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করতেও অস্বীকৃতি জানান। তিনি শুধু একথা জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আরও পদক্ষেপ নিতে সম্মত হবেন না একথা ধরে নেয়া ভুল হবে। তিনি একথাও স্বীকার করেন যে, রুশ সমর্থিত সিরীয় বাহিনীর পক্ষে আলেপ্পো দখল করা সম্ভব হতে পারে, কিন্তু পাঁচ বছরের গৃহযুদ্ধে ভূখ- হাতে রাখা খুবই কঠিন বলে তিনি উল্লেখ করেন। কেরি জানান, তিনি অস্ত্রবিরতি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কথা বলতে আগামী কয়েক দিনের মধ্যে জেনেভায় রাশিয়া ও অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে দেখা করবেন। এ অস্ত্রবিরতি নিয়ে সোমবার মতৈক্য হয় এবং সেটি শনিবার কার্যকর হওয়ার কথা। বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরীয় সরকার এবং তাঁর বিরোধীপক্ষ হাই নিগোশিয়েটিং কাউন্সিল উভয়ই বলেছে, তারা শর্তসাপেক্ষে অস্ত্রবিরতি মেনে চলবে। এসব শর্তের মধ্যে রয়েছে অস্ত্রবিরতির আওতায় পড়বে এমন সব ভূখ- ও দলগুলোকে চিহ্নিত করা। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক ফোনকলে সংঘর্ষ অবসানের বিষয়ে মতৈক্যে পৌঁছান। এ মতৈক্যে ইসলামিক স্টেট, আল নুসরা ফ্রন্ট এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিহ্নিত অন্যান্য সন্ত্রাসী দলকে অস্ত্রবিরতির আওতা থেকে সুনির্দিষ্টভাবে বাদ দেয়া হয়। অস্ত্রবিরতি টিকবে কিনা বা যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে তা বলবৎ করবে কি না সেই সম্পর্কে গুরুতর সন্দেহ রয়েছে। কারণ বিরোধী পক্ষের জোটগুলোর মৈত্রীবন্ধন খুবই জটিল এবং সন্ত্রাসী দলগুলো বৈধ বিরোধী বাহিনীগুলোর সঙ্গে মিশে রয়েছে। কেরি মত ব্যক্ত করেন যে, সিরিয়া বিভাগ সঙ্কটের এক শেষ সমাধানের অংশ হতে পারে। এই প্রথম কেরি সিরিয়া বিভাগের কথাব বললেন, যদিও পুতিন এটি ঘটলে সন্তুষ্টই হবেন বলে কেউ কেউ মনে করেন। আলোচনার ব্যাপকতর অগ্রগতি প্রশ্নে কেরি বলেন, খোদ আসাদকেই অন্তর্বর্তী সরকার গঠন প্রসঙ্গে কিছু বাস্তব সিদ্ধান্ত নিতেই হবে। আর বিকল্প পরিকল্পনা নিয়ে অবশ্যই বিচার বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, আসাদ আপোস করতে ইচ্ছুক কি না তা আগামী কয়েক মাসের মধ্যে সম্ভবত তিন মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তিনি জোর দেন যে, সব পক্ষই কোন সাম্প্রদায়িক নয়, ধর্মনিরপেক্ষ এমন সিরিয়াই চায়, যেখানে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেয়া হবে এবং জনগণের তাদের নেতা ও ভবিষ্যৎ বেছে নেয়ার অধিকার থাকবে। তিনি একথাও বলেন, আসাদ দেশটির নেতা থাকতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে চার বছর ধরে লড়াই চালিয়ে এসেছে এমন ব্যক্তিদের কাছে তিনি গ্রহণযোগ্য নন।
×