ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতীশ দীপঙ্করের জন্মভিটায় ৮১ ফুট উঁচু স্তূপ উদ্বোধন হচ্ছে আজ

প্রকাশিত: ০৭:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

অতীশ দীপঙ্করের  জন্মভিটায় ৮১  ফুট উঁচু স্তূপ  উদ্বোধন হচ্ছে  আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের জন্মভিটায় নবনির্মিত ৮১ ফুট উঁচু স্তূপ উদ্বোধন করা হচ্ছে আজ বুধবার। সবুজ প্রান্তরে মেঠোপথ ধরে চলতে চলতে হঠাৎই চোখে পড়বে দূর এক গাঁয়ে সাদা রঙের এক স্তম্ভ মাথা উঁচু করে দাঁড়িয়ে। আরেকটু এগোলেই ¯পষ্ট অবয়ব নেবে অপরূপ নির্মাণশৈলীর স্তম্ভ। এ গাঁয়ের নাম বজ্রযোগিনী। আর এই স্তূপ বাঙালীর অহঙ্কার অতীশ দীপঙ্করকে স্মরণ করিয়ে দেবে। এ ভিটাতেই জন্মেছিলেন তিনি। বৌদ্ধধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে। জেলা প্রশাসক পেলেন অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক ॥ মুন্সীগঞ্জে জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদ অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক পেয়েছেন। মঙ্গলবার বিকেলে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এই পদক তুলে দেন। জেলা পর্যায়ে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। কোন জেলা প্রশাসকের এই পদকপ্রাপ্তি এটিই প্রথম।
×