ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আহত যুবকের মৃত্যু ॥ ৫ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৪:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জে আহত যুবকের মৃত্যু ॥ ৫ বাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর উপজেলার কল্যাণী পশ্চিমপাড়া গ্রামের আহত সোহেল রানা নামের এক যুবক সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার জের ধরে নিহত সোহেলের আত্মীয় ও বন্ধুবান্ধবের হামলায় ৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কল্যাণী পশ্চিমপাড়ায় আবু সাইদের একটি গরু সোহেল রানার ফুপু তাসলিমার লাউক্ষেতে শাক খায়। এ ঘটনায় সোহেল বাদী হয়ে আবু সাইদের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সাইদের লোকজন সোহেলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সোহেল মারা যান। পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধীকার হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে দিনাজপুরে সংখ্যালঘু শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেনথ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, আশরাফুজ্জামান, পদ্মলোচন রায়, অজয় প্রকাশ, অনিক রায়, পরিতোষ, জীবন রায়, অমৃত কুমার রায়, সুবোধ ভৌমিক এবং সদানন্দ প্রামাণিক। নওগাঁয় দ্রুত গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ ফেব্রুয়ারি ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অভিরামপাড়ায় শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীকে জবাই করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সহসভাপতি বিশ্বজিৎ সরকার মনি ও সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল এক বিবৃতিতে এ দাবি জানান। বিস্কুট জব্দ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ ফেব্রুয়ারি ॥ বাউফলে ৪৮ বস্তা মেয়াদবিহীন বিস্কুট ও টোস্ট জব্দ করা হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে একটি মালবাহী গাড়িতে অভিযান চালিয়ে মেয়াদবিহীন বিস্কুট ও টোস্ট জব্দ করেন। এগুলো কালাইয়া বন্দর থেকে কালিশুরী বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জব্দকৃত বিস্কুট ও টোস্ট বিনষ্ট কেরে ফেলা হয়েছে। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২২ ফেব্রুয়ারি ॥ কচুয়ায় হতদরিদ্র ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় সরকারের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ৬০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, সোহরাব হোসেন, সালমা শহিদ ও আঃ খালেক প্রমুখ।
×