ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গরুর গুঁতোয় বধূর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬

গরুর গুঁতোয় বধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২ ফেব্রুয়ারি ॥ গরুর শিংয়ের গুঁতোয় মুর্শিদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বগমারীরচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের আইতাল ম-লের স্ত্রী মুর্শিদা খাতুন তার স্বামীর অবর্তমানে বাড়িতে পোষা দুটি গরু রাতের খাবার শেষে গোয়ালঘরে নিয়ে বাঁধার সময় একটি গরু তাকে শিং দিয়ে গুঁতো মেরে মাটিতে ফেলে দেয়। পরে তার বুকে লাথি মারলে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। শতাধিক নেতাকর্মী আ’লীগে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়ন বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছে। এ উপলক্ষে চন্দরিয়া স্কুল মাঠে আয়োজিত সভায় জাপা নেতা আব্দুল আজিজের নেতৃত্বে ৭নং ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামের বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ইমদাদুল হক ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। জলদস্যু গ্রেফতারে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে জলদস্যু ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আটকের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বড় কাটালী বাজারে এই মানববন্ধনে বক্তব্য দেন, রামপাল পেড়িখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা কাজল, কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহজাহান হাওলাদার, ইউপি সদস্য আবুল হায়াত, আলম হোসেন, মুক্তিযোদ্ধা হাসেম মাঝি প্রমুখ। চরফ্যাশনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২ ফেব্রুয়ারি ॥ ভোলার চরফ্যাশনে মঙ্গলবার দুপুরে গাছ থেকে পড়ে টিটু (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। টিটু চরফ্যাশন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত সুলতানের ছেলে। স্থানীয়রা জানান, টিটু পৌর ৭ ওয়ার্ডের মামুন মিয়ার শ্রমিক হিসেবে রেন্ট্রি গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×