ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় সেতুর পাটাতন খসে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

গলাচিপায় সেতুর পাটাতন খসে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা-দশমিনা সড়কের ডাকুয়া খালের ওপরের বেইলি ব্রিজের পাটাতন (লোহার প্লেট) খসে পড়ায় ওই সড়কে তিন দিন ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার চিকানকান্দি, গজালিয়া, কলাগাছিয়া ও বকুলবাড়িয়া ইউনিয়নসহ দশমিনা ও বাউফল উপজেলার সঙ্গে গলাচিপার যোগাযোগ ভেঙ্গে পড়েছে। মালামাল পরিবহনেও লোকজনকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় কয়েক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরেই বেইলি ব্রিজটি নাজুক অবস্থায় ছিল। কোনমতে জোড়াতালি দিয়ে এটি ব্যবহার হচ্ছিল। শুক্রবার রাতে একটি গাড়ি পার হওয়ার সময় সেতুটির উত্তর প্রান্তের পাটাতন খসে পড়ে যায়। এর পর থেকেই সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, সেতুটির উভয় প্রান্তের সড়কের ওপর অনেক গাড়ি পারাপারের জন্য অপেক্ষা করছে। পথচারীরা বিকল্প পথে খাল পার হলেও যানবাহন পার হতে পারছে না। এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান জানান, ব্রিজবাজারের সেতুটির পাটাতন খসে পড়ার বিষয়টি জেনেছি। জনগুরুত্ব বিবেচনায় দ্রুত এটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, সেখানে একটি নতুন সেতু নির্মাণের কাজ আগামী দু’সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে। আমিনুল সভাপতি সাইদুর সম্পাদক নির্বাচিত নওগাঁ বার নির্বাচন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ ফেব্রুয়ারি ॥ জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ পদের বিপরীতে আওয়ামী আইনজীবী পরিষদ ও মুক্তিযুদ্ধের সপক্ষে সমর্থিত প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯ জন বিজয়ী হয়েছেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৬ জন। নির্বাচনে আমিনুল ইসলাম চৌধুরী (সভাপতি), ফজলুল হক ও মোজাহার হোসেন ম-ল (সহ-সভাপতি), সাইদুর রহমান-২ (সাধারণ সম্পাদক), সরদার মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন-২, মেহেদী আহসান চৌধরী, কৌশিক কুমার দাস ও আসাদুজ্জামান পলাশ সদস্য পদে জয় লাভ করেন। বিএনপি সমর্থিতদের মধ্যে মিরাজুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন), মকবুল হোসেন মোল্লা সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরী), আসাদুজ্জামান আল আজাদ সহ-সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) এবং হারুন অর রশীদ, আবদুল্লাহ হেল কাফি ও আসাদুজ্জামান সদস্য নির্বাচিত হয়েছেন।
×