ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরিতে কোটা দু’বার শিথিল করা হয়েছে ॥ সংসদে জনপ্রশাসনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

সরকারী চাকরিতে কোটা দু’বার শিথিল করা হয়েছে ॥ সংসদে জনপ্রশাসনমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সরকারী চাকরিতে নিয়োগে কোটা প্রথা শিথিল করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকারী চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি দুইবার শিথিল করা হয়েছে। জাতীয় পার্টির অপর সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, নতুন গ্রেড অনুযায়ী ১৮-২০ গ্রেডের (৪র্থ শ্রেণী) ৬৯ হাজার ৫০১টিসহ সর্বমোট ৩ লাখ ২ হাজার ৯০৪টি পদ শূন্য ছিল। বিগত ২০১৫ সালে নিয়োগ দেয়ার পর কতগুলো পদ শূন্য রয়েছে তার হালনাগাদ তথ্য এ মুহূর্তে নেই। সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নবম গ্রেডে (১ম শ্রেণীর) ৩৯ হাজার ৫৬৪টি, ১০-১২ গ্রেডের (২য় শ্রেণী) ৩০ হাজার ৪২২টি, ১৩-১৭ গ্রেডের (তৃতীয় শ্রেণী) ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি পদ শূন্য রয়েছে।
×