ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে জাপা এমপির আপত্তিকর বক্তব্য ॥ প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ জানুয়ারি ২০১৬

সোনারগাঁয়ে জাপা এমপির আপত্তিকর বক্তব্য ॥ প্রতিবাদ

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ আওয়ামী লীগের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিজয় সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা গত ২৭ জানুয়ারি পৌরসভার গোয়ালদী এলাকায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভার নির্বাচন নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন পৌরসভা নির্বাচনের পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকেও শয়তানদের বিতাড়িত করা হবে, যা নিয়ে সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টির সংসদ সদস্যদের এ বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণকারী সর্বোচ্চ ফোরামের বিরুদ্ধে অসম্মানজনক উদ্ধত কুরুচিপূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আব্দুল্লাহ আল কায়সার জাতীয় পার্টির সাংসদকে উদ্দেশ করে বলেন, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাঁধে ভর না করে জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে রাজনীতি চর্চা করুন। নিজ দলের প্রার্থী ঘোষণা করে নিজের ও আপনার দলের জনপ্রিয়তা যাচাই করুন। চট্টগ্রামে আটক ৮৮ ॥ অস্ত্র ও মাদক উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুটি পিস্তল, একটি এলজি ও একটি দেশীয় বন্দুকসহ ৮৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১০ লিটার চোলাই মদ ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, রাতভর অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১২ জন ও ওয়ারেন্টভুক্ত মামলা ৭৬ জন আসামিকে আটক করা হয়েছে। পাশাপাশি ফটিকছড়ি ভূজপুর এলাকা থেকে দুটি অস্ত্র ও চন্দনাইশ থেকে দুটি এলজি ও একটি দেশীয় বন্দুক এবং এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সাতকানিয়া থানা এলাকা থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। কৃষি উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জানুয়ারি ॥ শনিবার ধামইরহাটে ২৫৬টি আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি এসব উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ, কৃষি কর্মকর্তা ড. জামাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ২৫৬ কৃষকের মাঝে সিডার ১০টি, ট্রান্সপ্লানটার ১৮টি, বিপার ৭৮টি ও পাওয়ার থ্রেসার ১৫০টি বিতরণ করা হয়। গ্রিন পার্ক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিশুদের বিনোদনের জন্য নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন রাজা বাহাদুর সড়কের পাশে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রিন সিটি পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবীব কামাল। শুক্রবার রাতে পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, প্রধান প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
×