ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ৭ ঘণ্টা পর সচল

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ জানুয়ারি ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি   ফেরি ৭ ঘণ্টা  পর সচল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টায় আবার সচল হয়েছে। এর আগে ঘন কুয়াশায় রাত ১টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।এ সময় মাঝ নদীতে ১২ ফেরি আটকা পরে। কনকনে শীতে নারী ও শিশুসহ সহস্রাধিক যাত্রী অর্বণনীয় দুর্ভোগ পোহায়। ফেরি চলাচলা বিঘিœত হওয়ায় দু’পারে ২ শতাধিক যান পারাপারের অপেক্ষায় ছিল। এসব তথ্য দিয়ে শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির এজিএম মোঃ খালেদ নেওয়াজ জানান, রাতে ঘন কুয়াশা পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়। তবে ফেরি চালুর পর আবার স্বাভাবিক পারাপার শুরু হয়েছে।
×