ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএসইসির কমিশনার আরিফ খানের পদত্যাগ

প্রকাশিত: ০৪:১০, ২৯ জানুয়ারি ২০১৬

বিএসইসির কমিশনার আরিফ খানের পদত্যাগ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান। তিনি জানান, বুধবার আরিফ খানের এ পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রণালয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে। একান্ত অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। -অর্থনৈতিক রিপোর্টার প্রিমিয়ার সিমেন্টের ইপিএস বেড়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৪ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৭৯২ দশমিক ৮৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৫-ডিসেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই’১৫-ডিসেম্বর’১৫) কোম্পানিটি শেয়ারপ্রতি সমন্বিত আয় করেছে ২ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় করেছিল ৮৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×