ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর হাসপাতালে অচেতন মায়ের শিশুকে দেখবে কে?

প্রকাশিত: ০৪:০৫, ২৬ জানুয়ারি ২০১৬

যশোর হাসপাতালে অচেতন মায়ের শিশুকে দেখবে কে?

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিশুটির বয়স কতইবা হবে? বড়জোর দেড় থেকে দু’বছর। আব্বা, মা বুলি ফুটেছে কেবল। মায়ের কোল ছাড়া কিছুই বোঝে না। রবিবার যশোর শহরের ডিসির বাংলোর সামনে (ভাষাসৈনিক আফসার আলী সড়ক) দিয়ে মায়ের কোলে চড়েই যাচ্ছিল শিশুটি। হঠাৎ ঘটে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হন মা। শিশুটি ছিটকে পড়ে দূরে। মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মা। অলৌকিকভাবে শিশুটি অক্ষত থাকে। হামাগুড়ি দিয়ে শিশুটি মায়ের কাছে এসে কান্নাকাটি করে। মায়ের মাথা থেকে অনবরত রক্তক্ষরণ দেখে শিশুটির কান্না বাড়লেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। যশোরে প্রয়োজনীয় কাজে আসা ঢাকার বাসিন্দা শরিফুল ইসলাম রিক্সাযোগে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। অজ্ঞাত নারীর মাথার রক্তক্ষরণ ও শিশুটির কান্না দেখে মায়া জাগে তার। অচেতন মা ও শিশুটিকে উদ্ধার করে তিনি যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার জন্য পাঁচ শ’ টাকাও ব্যয় করেন। সার্জারি ওয়ার্ডে অচেতন মায়ের চিকিৎসা চলছে। শিশুটির কান্না কোনভাবেই থামছে না। তাকে তো আর বোঝানো সম্ভব নয় তার মা অসুস্থ। অবুঝ শিশুটি তাই বারবার অচেতন মায়ের বুকে মাথা ঠুকে চিৎকার করছে। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর জ্ঞান ফেরেনি। শিশুটির দেখভাল করছেন ওয়ার্ডে দায়িত্বরত স্বাস্থ্যসেবী ও অন্য রোগীর স্বজনরা। কিশোরীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৫ জানুয়ারি ॥ ৪ মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরীর গর্ভপাত ঘটাতে গিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মধুমিতা রোড এলাকার টঙ্গী নার্সিং হোমে। নিহত কিশোরীর নাম লাবণ্য (১৫)। সে মায়ের সঙ্গে মধুমিতা এলাকার গাজীবাড়িতে বসবাস করত। এ ঘটনায় নার্সিং হোমের মালিক শাহজাহানকে পুলিশ আটক করেছে। ডিজিটাল মেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সোমবার সকালে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আযাদ প্রমুখ। আলোচনাসভা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৫ জানুয়ারি ॥ কালীগঞ্জে শীতার্ত ও অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাফুজা আফরিন মনি, ওমর আলী মোল্লা, রফিক সরকার, বিল্লাল হোসেন, এস এম আক্তারুজ্জামান প্রমুখ।
×