ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমিটি নিয়ে দ্বন্দ্ব ॥ কেশবপুর আ’লীগ অফিসে তালা

প্রকাশিত: ০৪:০১, ২৬ জানুয়ারি ২০১৬

কমিটি নিয়ে দ্বন্দ্ব ॥ কেশবপুর আ’লীগ অফিসে তালা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৫ জানুয়ারি ॥ কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুই দিন ধরে বিক্ষোভ ও সমাবেশের পর সোমবার বিক্ষুব্ধরা শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। কার্যালয়ে তালা দেয়ার ঘটনায় দফতর সম্পাদকের নামে থানায় জিডি করা হয়েছে। উপজেলার সর্ববৃহৎ বিদ্যানন্দকাটি ও ত্রিমোহিনী ইউনিয়নকে বিভাজন করে হাসানপুর ও সাতবাড়িয়া ইউনিয়ন গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কোন সভা ছাড়াই এবং পূর্ববর্তী বৃহৎ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত না করেই সভাপতি ও সাধারণ সম্পাদক পছন্দের ব্যক্তিদের নিয়ে ৪টি ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। তারই প্রতিবাদে শনিবার উপজেলার হাসানপুর, ভা-ারখোলা, সাতবাড়িয়া ও ত্রিমোহিনী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় বিশাল মিছিল কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ত্রিমোহিনী মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৫ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের আলীরটেকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার বেলা ২টায় ধলেশ্বরী নদী বিচ্ছিন্ন আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের সময় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
×