ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিকেট না পেয়ে খুলনায় তুলকালাম ॥ ব্যাংক ভাংচুর, গুলি

প্রকাশিত: ০৯:০০, ২২ জানুয়ারি ২০১৬

টিকেট না পেয়ে খুলনায় তুলকালাম ॥ ব্যাংক ভাংচুর, গুলি

বিডিনিউজ ॥ বাংলাদেশ-জিম্বাবুইয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের টিকেট না পেয়ে খুলনায় একটি ব্যাংকে ভাংচুর চালিয়েছে টিকেট প্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খানজাহান আলী রোড শাখায় এ ভাংচুরের ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওসি বলেন, শেষ ম্যাচের টিকেটের জন্য বুধবার গভীর রাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনের সড়কে দীর্ঘ লাইন পড়ে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে টিকেট দেয়া শুরু হয়। এরই মধ্যে টিকেট শেষ হয়েছে বলে জানানো হয়। গুঞ্জন ওঠে ক্ষমতাধরদের জন্য অনেক টিকেট সরিয়ে নেয়া হয়েছে। ক্ষুব্ধ টিকেট প্রত্যাশীরা এ কথা শুনে উত্তেজিত হয়ে ওঠে। ‘দুপুরের দিকে টিকেট না পেয়ে লাইন থেকে তারা ব্যাংকের সামনে দেয়া বাঁশের ঘের ভেঙে ভেতরে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে প্রথমে বাদানুবাদ ও পরে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে টিকেট প্রত্যাশীরা ব্যাংকের দরজা জানালার কাচ ভাংচুর করে’ পরে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয় বলে জানান ওসি। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
×