ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রকাশিত: ০৭:৫৫, ২০ জানুয়ারি ২০১৬

তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

বিডিনিউজ ॥ সম্পদের হিসাব না দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন। এ আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মহানগর হাকিম শামসুল আরেফিন ‘দেখিলাম’ লিখে সই দিয়ে অভিযোগপত্র জমা রেখেছেন। পরে তার গ্রহণযোগ্যতার শুনানির জন্য আদালতে তোলা হবে। ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আরকে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিস জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়।
×