ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রিট নির্দেশনা প্রত্যাহার দাবি

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ জানুয়ারি ২০১৬

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রিট নির্দেশনা প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার ॥ আইন মন্ত্রণালয়ের জারিকৃত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপীল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষে রিট আবেদনের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে এ বিষয়ক আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল। সেলের নেতারা বলছেন, এমনিতেই আপীল ট্রাইব্যুনালের রায় অনেক জেলা প্রশাসক কার্যকর করছেন না। এই নির্দেশনা কার্যকর হলে দেশের সকল জেলায় আপীল ট্রাইব্যুনাল যেসব অর্পিত সম্পত্তি অবমুক্তির রায় দিয়েছে, তা থমকে যাবে। সেলের নেতাদের অভিযোগ, দুর্নীতিপরায়ণ আমলাদের কারণে বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ক সদিচ্ছা ভূলুণ্ঠিত হয়ে চলেছে। আমলারা প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিলতর করে তুলছেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। নয়টি মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনের জোট অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল এর আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক সমন্বয় সেলের নেতা ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
×