ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুমুর বিড়ম্বনা

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জানুয়ারি ২০১৬

চুমুর বিড়ম্বনা

এক চুমুর মূল্য ২২ হাজার পাউন্ড। তা-ও আবার নগদে। ভাবা যায়! এখন মনে প্রশ্ন জাগতেই পারে, কী এমন চুমু ছিল, যার এত দাম? উত্তরে বলা যেতেই পারে ‘বিষাক্ত চুমু’। অন্তত যিনি চুমু খেয়েছেন, এটা তাঁর ‘আত্মোপলব্ধি’। এবার সেই দামী চুমুর আসল ঘটনায় আসা যাক। এক চীনা মহিলা পর্যটক থাইল্যান্ডের ফুকেতে গিয়েছিলেন বেড়াতে। সেখানেই একটি জায়গায় নানা রকম সাপের প্রদর্শনী চলছিল। দেরি না করে সেখানে হাজির হন ওই মহিলা। তখন এক ব্যক্তি হাতে সাপ নিয়ে লোকজনদের সে বিষয়ে বোঝাচ্ছিলেন। ওই মহিলা নিজেকে আর সামলাতে পারেননি। তখন ওই লোকটির হাতে একটি পাইথন ছিল। মহিলার শখ হয় পাইথনকে চুমু খাবেন। সবে তাঁর ঠোঁট বাড়িয়েছেন অমনি ‘বিষাক্ত চুমু’ এসে পড়ল মহিলার নাকে। পাইথনের ‘চুমু’তে গভীর ক্ষত হয় তাঁর নাকে। ততক্ষণে ওই বিষাক্ত চুমু ছাড়াতে ব্যস্ত প্রদর্শনীর কর্মীরা। অবশেষে পাইথনের চুমু খেয়ে সোজা হাসপাতালে দৌড়াতে হয় মহিলাকে। নাকে অনেকগুলো সেলাই পড়ে, যার মূল্য চোকাতে হয় ২২ হাজার পাউন্ড খরচ করে। -ডেইলি মেইল অনলাইন।
×