Notice: Undefined variable: sImgDir in /home/da1lyjuakan7ha/public_html/details.php on line 123

Notice: Undefined variable: sImgDir in /home/da1lyjuakan7ha/public_html/details.php on line 125
বেসরকারী স্কুল-কলেজে বর্ধিত টিউশন ফি আদায় বন্ধের নির্দেশ

ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী স্কুল-কলেজে বর্ধিত টিউশন ফি আদায় বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৫:২৬, ১৮ জানুয়ারি ২০১৬

বেসরকারী স্কুল-কলেজে বর্ধিত টিউশন ফি আদায় বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ অভিভাবকদের আপত্তির পর সমালোচনার মুখে বেসরকারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, সরকারের নির্দেশনা ছাড়াই বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত হারে মাসিক বেতন ও অন্যান্য ফি আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদকে বেতন ও ফি’র হার নির্ধারণ করতে হবে বলে আদেশে জানানো হয়। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হলো। বেতন-ফি নির্ধারণের বিষয়ে সরকার শীঘ্রই নির্দেশনা দেবে বলে আদেশে উল্লেখ হয়েছে। জাতীয় বেতনকাঠামোর অজুহাত তুলে বেশ কিছুদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের নামকরা বিদ্যালয়গুলো মাসিক বেতন বেশি আদায় করছে। এ নিয়ে অভিভাবকেরা আন্দোলন করে আসছেন। ইতোমধ্যে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার, ভিকারুননিসাসহ বেশকিছু বিদ্যালয়ের অভিভাবকেরা প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে রবিবারও বেশকিছুৃ শিক্ষা প্রতিষ্ঠানের বেপরোয়া বেতন ফি আদায়ের বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। যেখানে তথ্য প্রমাণসহ তুলে ধরা হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম। জানা গেছে, ইতোমধ্যেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে লাগামহীন বেতন, ফি বাড়ানোর প্রমাণ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের তদন্ত কমিটি। এছাড়া ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, বিয়াম স্কুল এ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অগ্রণী স্কুল এ্যান্ড কলেজ, জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলসহ নামীদামী সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন, ফিসহ সকল শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। প্রতিবছরই শিক্ষা বর্ষের শুরুতে শিক্ষার্থীদের ভর্তি ফি কম বেশি বাড়ানোর অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ প্রধানত রাজধানীতে অবস্থিত নামীদামী কিছু প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সাধারণত ভর্তি ফি বাড়ানোর অভিযোগ উঠলেও এবার ভর্তি ফি’র সঙ্গে সকল শ্রেণীর মাসিক বেতন, সেশন চার্জসহ অন্যান্য ফি বাড়ানো হচ্ছে পাল্লা দিয়ে। আবার এর কারণ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানই অজুহাত হিসেবে ব্যবহার করছে নতুন পে স্কেলকে। অর্থাৎ নতুন পে স্কেলে সরকারী চাকরিজীবীদের বেতন বাড়ানোয় এবার গ্যাড়াকলে পড়েছে বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান কর্র্তৃপক্ষ বলছে, পে স্কেলে সরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন বেড়েছে তাই বেসরকারী স্কুল, কলেজের শিক্ষক-কর্মকর্তারা দাবি করছেন তাদের বেতনও বাড়াতে হবে। কিন্তু এটা করার কোন সুযোগ নেই বলে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদফতর। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে স্পেশাল বা বিশেষ ক্লাসের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতনের সমপরিমাণ টাকা আদায় করা হচ্ছে। বেতনের বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে বছরে ৩০০ থেকে ১৮০০ টাকা ‘আইটি চার্জ’ নেয়া হলেও আদতে শিক্ষার্থীরা আইটি সুবিধা পায় না। সরকারী বেতন স্কেলের পর বেতন হঠাৎ করে ১৩০০ টাকা থেকে ২১০০ টাকা হয়ে গেছে এখানে। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অভিভাবকরা বলছেন, হঠাৎ করে প্রথম শ্রেণীতে ভর্তি ফি ও মাসিক বেতন প্রায় দ্বিগুণ নেয়া শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। এমনকি দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত দ্বিগুণ হারে বেতন বৃদ্ধির পরিকল্পনাও করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। বাংলা মাধ্যমে প্রথম শ্রেণীতে গত বছর বেতন ছিল ৮০০ টাকা, সেটা এ বছর এক হাজার ৬০০ টাকা করা হয়েছে। আর ইংরেজি মাধ্যমের বেতন ৯০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭০০ টাকা করা হয়েছে। এছাড়া আগে প্রথম শ্রেণীতে ভর্তি ফি আট হাজার টাকা নেয়া হলেও এবার তা নেয়া হচ্ছে ১৫ হাজার টাকা। প্রশ্ন উঠছে বিয়াম স্কুলের কর্মকা-ের বিরুদ্ধে। সরকারী সুযোগ-সুবিধা নিয়ে পরিচালিত এ স্কুলের পে স্কেলের সঙ্গে বেতন কেন বাড়ানো হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এখানে মাসিক বেতন দুইশত টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেতন চারশ’ টাকা বাড়ানো হয়েছে। ধানম-ির জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলে বেতন বাড়ানো হয়েছে পাঁচশ’ টাকা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজে মাসিক বেতন প্রতিটি শ্রেণীতে বাড়ানো হয়েছে ৯০ শতাংশ থেকে ১০০ ভাগ পর্যন্ত। একইভাবে বাড়ানো হয়েছে ভর্তি ফি, সেশন চার্জসহ সব ধরনের ফি। মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল, শহীদ লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল, সিদ্বেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি স্কুলে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেতন, ফি বাড়ানোর অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
×