ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটরা চিন্তিত

হিলারির প্রাধান্য কমছে, শক্তি বাড়ছে স্যান্ডারসের

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ জানুয়ারি ২০১৬

হিলারির প্রাধান্য কমছে, শক্তি বাড়ছে স্যান্ডারসের

কোন কোন নেতৃস্থানীয় ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তারা হিলারির প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডারসের দলীয় মনোনয়ন নিয়ে প্রথমে ভোটাভুটি হবে- এমন অঙ্গরাজ্যগুলোতে শক্তি বৃদ্ধি এবং বিশাল অংকের তহবিল সংগ্রহ নিয়ে সতর্ক করে দিয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের। প্রতিদ্বন্দ্বিতা হিলারিরই নিয়ন্ত্রণে বলে সম্প্রতি মনে হয়েছিল, কিন্তু ভোটাভুটি শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে প্রতিদ্বন্দ্বিতা সমানে-সমানে লড়াইয়ে পরিণত হয়েছে। কেউ কেউ ২০০৮ সালের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। তখন আইওয়া অঙ্গরাজ্যে দলীয় ককাসের সভা অনুষ্ঠিত হওয়ার আগে হিলারির বড় রকমের অগ্র অবস্থানে ফাটল ধরে। ১ ফেব্রুয়ারি আইওয়া এবং তারপর ৯ ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ারে স্ট্যান্ডারসের বিজয় এক স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রশমন করতে পারে বলে তারা উল্লেখ করেন। প্রতিনিধি পরিষদ সদস্য জেমস ই ক্লাইবার্ন বলেন, এটি ঠিক বারাক ওবামার কৃষ্ণাঙ্গ হওয়ার দুর্বলতার মতোই, কিন্তু ওবামা আইওয়াতে সেই দুর্বলতা কাটিয়ে উঠেন। ক্লাইবার্ন কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃস্থানীয় আফ্রিকান আমেরিকান সদস্য। ক্লাইবার্ন আরও বলেন, যদি স্যান্ডারস আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে বড় রকমের বিজয় অর্জন করেন, তবে তা নতুন দিনের এক সূচনাই হতে পারে। হিলারির মিত্র এমন এক কংগ্রেস সদস্য বলেন, যদি সান্ডার জয়ী হন, তবে জাতীয়ভিত্তিতে ডেমোক্র্যাটদের জন্য এর অর্থ কী দাঁড়াবে, দলের কেউ কেউ তা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করেছেন। প্রতিনিধি পরিষদের ওই সদস্য স্টিভ ইসরাইল বলেন, কংগ্রেস সদস্যপদে দলীয় প্রার্থীদের ওপর স্যান্ডারসের মনোনয়ন কী প্রভাব ফেলবে, তা নিয়ে ক্লোকরুম, মেম্বারস-অনলি ইলেভেটর ও অন্যান্য স্থানে অবশ্যই বেশ উদ্বেগ ব্যক্ত করা হচ্ছে। ইসরাইল বলেন, স্যান্ডারসের মনোনয়ন অনিশ্চিত নির্বাচনী এলাকাগুলোতে আমাদের অনেক প্রার্থীর উদ্বেগের মাত্রা বাড়িয়ে দেবে, অথচ হিলারি মনোনয়ন পেলে সেই উদ্বেগ দূর হবে। আইওয়ার সম্ভাব্য ককাস ভোটারদের নিয়ে ডেস মোইনেস রেজিস্টারে বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে দেখা যায়, হিলারি শতকরা ৪২ ভাগ এবং স্যান্ডারস শতকরা ৪০ ভাগ ভোট পেতে পারেন। এটি এক মাস আগের তুলনায় বড় রকমের পরিবর্তন। সেই সময়ে হিলারি শতকরা ৪৮ ভাগ ভোট পেয়ে ৯ পয়েন্টে তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে ছিলেন। নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডারস প্রাধান্য অর্জন করেছেন : তিনি ৫৩-৩৯ ভোটে এগিয়ে আছেন বলে চলতি সপ্তাহে প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটির এক জরিপে বলা হয়।
×