ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ও গৃহবধূসহ নিহত ছয়

প্রকাশিত: ০৫:৪০, ১৬ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ও গৃহবধূসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ হবিগঞ্জে ট্রাক্র চাপায় তিন শ্রমিক, বাস চাপায় বৃদ্ধা, ঝিনাইদহে নসিমন চাপায় গৃহবধূ ও বরিশালে সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া মাদারীপুরে বাস খাদে পড়ে অর্ধশত আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- হবিগঞ্জ ॥ শুক্রবার সকালে হবিগঞ্জ উপজেলা নবীগঞ্জের নিকটবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি-ইউসুফনগর এলাকায় ট্রাক চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। এরা হলো মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০) ও ফজল মিয়া (৩৮)। এদের সকলের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে একপাশে ব্যারিকেড দিয়ে ওই সড়ক সংস্কারের কাজ শুরু করে বিটুমিন তুলতে ব্যস্ত ছিল শ্রমিকরা। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-৬৯৩২) ব্যারিকেড ভেঙ্গে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। এদিকে তাৎক্ষণিক ট্রাক চালককে জনতা আটক করলে পুলিশ তাকে তাদের নিয়ন্ত্রণে নিলে কোন অপ্রীতিকর ঘটনার জন্ম হয়নি। তবে এই চালকের বিচারের দাবিতে এলাকার ক্ষুব্ধ জনতা ও শ্রমিকরা তাৎক্ষণিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এদিকে, বাহুবলের নিকটবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের পুঁটিজুরি বাজার এলাকায় বাস চাপায় আশরাফুল বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের বাড়ি সংশ্লিষ্ট উপজেলাধীন স্নানঘাট ইউনিয়নের চান্দেরগাঁও গ্রামে। তিনি সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের স্ত্রী। ঝিনাইদহ ॥ গান্নায় সড়ক দুর্ঘটনায় মাহি বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার বিকালে মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছনে থাকা নসিমনের চাপায় পিষ্ট হয়ে তিনি মারা যান। নিহত মাহি বেগম সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। বরিশাল ॥ নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী উজ্জল খান (২০)। সে কাশিপুর এলাকার ফিরোজ খানের পুত্র। মাদারীপুর ॥ ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী শরিয়তউল্লাহ সেতুর কাছে। দুর্ঘটনার সময় বাসটি সেতুর টোল ঘরের ইঞ্জিন রুম ও পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। বগুড়া ॥ দুপচাঁচিয়া উপজেলায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় সৈকত ম-ল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার তালোড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সৈকত সাইকেল নিয়ে স্থানীয় বাজার এলাকায় যাচ্ছিল। পথে রেলগেট এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় ।
×