ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবিরা সুলতানার এ্যালবাম ‘মেঘের দেশে ভেসে ভেসে’

প্রকাশিত: ০৬:১৬, ১০ জানুয়ারি ২০১৬

সাবিরা সুলতানার এ্যালবাম ‘মেঘের দেশে ভেসে ভেসে’

স্টাফ রিপোর্টার ॥ নজরুল সঙ্গীতশিল্পী সাবিরা সুলতানার দ্বিতীয় এ্যালবাম ‘মেঘের দেশে ভেসে ভেসে’ শীঘ্রই বাজারে আসছে। এ্যালবামটি বাজারে আনছে ইমপ্রেস অডিও ভিশন। আগামী ১৬ জানুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। সাবিরা সুলতানার নতুন এ এ্যালবামে গান রয়েছে ১২টি। এর মধ্যে ৫টি গান লিখেছেন এবং চারটি গানের সুরও করেছেন তিনি। বাকি গানগুলো লিখেছেন মুন্সি ওয়াদদু, সৈয়দ রন ও তারেক মাহমুদ। এ্যালবামের ৮টি গানের সুর এবং সব গানের সঙ্গীতায়োজন করছেন শেখ সাদী খান। এ্যালবামের গানের কথাগুলো হলো ‘নদী বয়ে যায় পাখি সুরে গায়’, ‘আমায় একটা নীল পাখি এনে দাও না’, ‘মেঘের দেশে ভেসে ভেসে’, ‘তোমাকে দেখিয়া বাসর সাজায়’, ‘এই তো এখানে বসে আছি যেখানে’, ‘চোখ বলে তোমাকে দেখার অধিকার’, ‘তুমি পারো তুমি সব পারো’, ‘গাই আলো আধারের সব গান’, ‘নীল পাহারের মেয়ে তুমি’, ‘ছোট্ট একটা মনের ভেতর’, ‘এই জ্যোৎস্না ঝরা সন্ধ্যা’ এবং ‘ওই নীল আকাশের গায়’ প্রভৃতি। নতুন এই এ্যালবামটি নিয়ে আশাবাদী শিল্পী সাবিরা সুলতানা। এ্যালবামের গানগুলোর কথা, সুর ও গায়কি শ্রোতাদের ভাল লাগবে এমনটাই আশা করেন তিনি। এর আগে সাবিরা সুলতানার প্রথম এ্যালবাম ‘নীল পাহাড়ের মেয়ে’ ২০০৪ সালে ফাহিম মিউজিকের ব্যানারে প্রকাশ হয়। এ্যালবামের গানগুলো শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। সাবিরা সুলতানা মূলত একজন নজরুল সঙ্গীত শিল্পী। এছাড়া তিনি হারানো দিনের গানও করে থাকেন। তিনি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী। বাংলাদেশ টেলিভিশনেও নিয়মিত সঙ্গীত পরিবেশন করে থাকেন। সঙ্গীতচর্চার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন সাবিরা সুলতানা। এ পর্যন্ত তার রচিত ১২টি ও ইংরেজীতে অনূদিত একটিসহ মোট ১৩টি গ্রন্থ প্রকাশ হয়েছে। এগুলো হলো কাব্যগ্রন্থ ‘আটলান্টিকের ওপার’, ‘রোদের দিকে’ ও ‘প্রকৃতি তোমার কাছে’, ভ্রমণ বৃত্তান্ত ‘হাইওয়ে ডটকম’, উপন্যাস ‘মিসেস কাদরি’ এবং বায়োগ্রাফি ‘তেরো বছর পর’, ‘হুমায়ূন আহমেদ ও তার নূহাশ পল্লী’, প্রবন্ধ ‘শেকড়ের সন্ধানে’, কমেডি রচনা ‘চিয়ার্স, অটোবায়োগ্রাফি ‘বাবাকে মনে পড়ে’, ‘কবিতার ছায়াপথ’, ‘গুমর ভর লিখতা রাহা’ এবং অনূদিত গ্রন্থ তারেক মাহমুুদের ‘ডোরা’ প্রভৃতি। সাবিরা সুলতানার জন্ম ময়মনসিংহের নানা বাড়িতে। তারপর ঢাকাতেই তার বেড়ে ওঠা। সঙ্গীত ও সাহিত্যচর্চার পাশাপাশি ডিজাইনও করেন। প্রকৃতি তার চিন্তা এবং লেখালেখির প্রধান বিষয়। তার সঙ্গীতচর্চা, সাহিত্যচর্চা ও বিভিন্ন ডিজাইনে প্রকৃতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। প্রকৃতি প্রেমিক সাবিরা সঙ্গীত চর্চায় নিয়তই হারিয়ে যান সবার মাঝে। দেশ ও দেশের মানুষের ভালবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চান বহুদূর। তার জন্য অনেক শুভ কামনা।
×