ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে যান চালানোর ঘোষণা

প্রকাশিত: ০৫:১৪, ৭ জানুয়ারি ২০১৬

সারাদেশে যান চালানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীসহ আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। একই ঘোষণা দেয়া হয়েছে পরিবহন শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে। বুধবার পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বিবৃতিতে বলেন, উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও আদালত অবমাননার শামিল। হরতাল অবরোধের কারণে দেশব্যাপী পরিবহন সেক্টরের মালিকরা আজ নানা সংকটের মুখোমুখি। জনবিরোধী এই হরতালে মালিক-শ্রমিকেরা কখনই সাড়া দেবে না। ঘৃণার সঙ্গে আমরা হরতাল কর্মসূচী প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন মালিক-শ্রমিকরা জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে বৃহস্পতিবার ঢাকা শহর ও রাজধানীর আশপাশের জেলাসমূহে বাস-মিনিবাস চালাবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের বাস চলাচল করবে। হরতালের সময় গাড়ি চলাচলে রাস্তায় যেন কোন প্রতিবন্ধকতার শিকার না হতে হয় সেজন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। হরতাল প্রত্যাখ্যান করে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী, কার্যকরী সভাপতি- আজাহার আলী, সহ-সভাপতি মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম খান, আলম মাদবর প্রমুখ। বক্তারা শীর্ষ যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকাসহ সমগ্র দেশে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর জিরো পয়েন্টের পাশে খদ্দরবাজার শপিং কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার পরিবহন শ্রমিকরা সমাবেশ ও হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করবে।
×