ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে স্কুলে ভর্তিতে বাড়তি ফি ॥ বিপাকে অভিভাবক

প্রকাশিত: ০৪:১১, ৭ জানুয়ারি ২০১৬

যশোরে স্কুলে ভর্তিতে বাড়তি ফি ॥ বিপাকে অভিভাবক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সরকারী নির্দেশনা ছাড়াই যশোরের অধিকাংশ স্কুলে ভর্তি ফি বাড়ানো হয়েছে। শ্রেণীপ্রতি বাড়ানো হয়েছে ৫শ’ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। এতে সন্তানকে স্কুলে ভর্তি করতে অভিভাবকরা পড়ছেন বিপাকে। খোঁজ নিয়ে জানা গেছে, যশোর নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলে ভর্তি ফি বাড়ানো হয়েছে ৬শ’ টাকা। ১ হাজার ২শ’ টাকার স্থলে করা হয়েছে ১ হাজার ৮শ’ টাকা। যশোর ঈদগাহ বাদশাহ ফয়সল স্কুলে ভর্তি ফি ৫শ’ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৬০ টাকা করা হয়েছে। আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি ১শ’ টাকা বাড়িয়ে ভর্তি ফি করা হয়েছে ১ হাজার ৯৬০ টাকা। পুলিশ লাইন স্কুলে তৃতীয় শ্রেণী থেকে ৫ম শ্রেণীতে ভর্তি ফি করা হয়েছে ৬ হাজার ১৮০ টাকা। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি ফি করা হয়েছে ৬ হাজার ২৮০ টাকা। এ স্কুলে ভর্তি ফি বাড়ানো হয়েছে ৫শ’ টাকা থেকে ৭শ’ টাকা। পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তাদের বেতনের সমপরিমাণ নন-এমপিও শিক্ষকদের বেতন দেয়ার লক্ষ্যে স্কুলে ভর্তি ফি বাড়ানো হয়েছে। ঈদগাহ বাদশাহ ফয়সল স্কুলের প্রধান শিক্ষক নজিবর রহমান বলেন, বর্তমান সময় সবকিছুর দাম বেড়েছে। তাই স্কুলে ভর্তি ফি বাড়ানো হয়েছে। একই কথা জানান নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের প্রধান শিক্ষক আছাহাবুল গাজী। তবে ভর্তি ফি বাড়ানো হয়নি বলে জানান মুসলিম একাডেমি স্কুলের প্রধান শিক্ষক জোহর আলী। তিনি জানান, অনেক আগেই স্কুলে ভর্তি ফি নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৫ টাকা। গরিব মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে। একই কথা জানান মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর। তিনি জানান, তার স্কুলে ভর্তি ফি বাড়ানো হয়নি। ভর্তির ক্ষেত্রে পূর্বের নির্ধারিত ফি ১ হাজার ৮শ’ টাকা নেয়া হচ্ছে। এ ব্যাপারে যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন জানান, নীতিমালার বাইরে কোন স্কুল ভর্তি ফি বাড়ালে ব্যবস্থা নেয়া হবে। সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী গৃহবধূসহ নিহত ছয় জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামে গরু ব্যবসায়ী, চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তি, মাগুরায় গ্রাম পুলিশ, লক্ষ্মীপুরে কলেজছাত্র, যুবক ও দিনাজপুরে গৃহবধূ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় একটি গরুও মারা যায়। আহত হয়েছে দুইজন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুরুঙ্গামারী থেকে গরু ব্যবসায়ীরা ট্রাকে করে ঢাকা যাওয়ার পথে নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার বাঁশেরতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ওই ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছড়া পান্তাপুকুর এলাকায় মঙ্গলবার রাতে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার পরিচয় অজ্ঞাত। রাত ১২টার দিকে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মাগুরা ॥ বুধবার সকালে মাগুরায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ এনামুল হক (৫৯) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন। নিহত সৈয়দ এনামুল হকের বাড়ি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায়। লক্ষ্মীপুর ॥ বুধবার তিনটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং চারজন আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশ চন্দ্র দাস (১৭) ও জেলা পরিসংখ্যান অফিসের অফিস সহায়ক আমীর হোসেন বকুল (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দিনাজপুর ॥ সড়ক দুর্ঘটনায় বুধবার দিনাজপুরে ১ গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দোপাইল গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী শিল্পী রানী (৩০) ভটভটিযোগে দিনাজপুরের উদ্দেশে বাসস্ট্যান্ডে আসার সময় দুর্ঘটনায় ভটভটি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার ১ ঘণ্টা পর তার মৃত্যু হয়।
×