ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহিদ হাসান এবার ‘দেব্বু’

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ডিসেম্বর ২০১৫

জাহিদ হাসান এবার ‘দেব্বু’

স্টাফ রিপোর্টার ॥ টিভি নাটকে ভালো গল্পের সংকট যেন কাটছেই না। দক্ষ নির্মাতার অভাব ও শিল্পী সংকট যখন ভালো নাটক নির্মাণের অযুহাতকে সমৃদ্ধ করে তখন দেশীয় টিভি চ্যানেলের প্রতি দর্শকদের আগ্রহ থাকবে কেন এ বিষয়ে প্রশ্ন থেকেই যায়। এক্ষেত্রে খন্ড নাটক কিছুটা হলেও আলাদা। বিশেষ চ্যানেলের বিশেষ নাটকের প্রতি দর্শকদের আগ্রহ কিছুটা হলেও আছে। সম্প্রতি আরটিভি ‘স্বল্প বিরতি নাটক’ শ্লোগানে সাপ্তাহিকভাবে একঘন্টার নাটক প্রচার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯-০৫ মিনিটে আরটিভিতে ‘দেব্বু’ নামে একটি খ- নাটক প্রচার হলো। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। দেব জ্যোতি ভক্তর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক সুমন রেজা। নাটকের গল্পে দেখা যায়, জাহিদ হাসান বেকার। নিজের ইচ্ছে মতো চলাফেরা করেন। নিজের দর্শন দিয়ে চলেন। রাস্তার পাশে মতি মিয়ার চা দোকানে প্রতিদিন চা বাকি খান। অনেক টাকা বাকি হওয়ার কারণে একদিন মতি মিয়া চা দেয়া বন্ধ করে দেয়। জাহিদ হাসান রেগে যান। পাশ থেকে বিষয়টা দেখেন ঈশানা। জাহিদ হাসানের কাছে ঈশানা প্রস্তাব দেয় সে তাকে চা খাওয়াবে বকেয়াও পরিশোধ করবে। কিন্তু একটা শর্ত তার ছেঁড়া জুতা ঠিক করে এনে দিতে হবে। জাহিদ হাসান রাজি হন। জুতা নিয়ে মুচির কাছে যান। ঠিক করে এসে দেখেন মেয়েটি নেই। অথচ দোকানদারকে বকেয়াসহ চায়ের দাম দিয়ে গেছেন। এ জুতা ফেরত দেয়ার জন্য জাহিদ হাসান ঘুরতে থাকে মেয়েটির খোঁজে। শুরু হয় নানা কা-। ‘দেব্বু’ নাটকে এমন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তবে নাটকে গল্পের দুর্বলতা জাহিদ হাসান তার ইমপ্রুভাইজেশনধর্মী অভিনয় দিয়ে অনেকটাই পুষিয়ে দিয়েছেন। নাটকটির গল্প স্পষ্ট নয় ও ম্যাসেজ স্পষ্ট নয়। শুধুমাত্র জাহিদ হাসানের কারণেই দর্শকরা নাটকটি দেখেছেন শেষ পর্যন্ত। নাটকে অতিরিক্ত দৃশ্য চোখে পরেছে। প্রথম দিকে গল্পের ধারাবাহিকতা বোঝা যায়নি। সংশ্লিষ্টরা মনে করেন যে কোন নাটকের প্রধান বিষয় হচ্ছে তার গল্প। এ বিষয়ে পরিচালকদের অবশ্যই সচেতন থাকা উচিৎ। তবে স্বল্প বিরতির উদ্যোক্তা হিসেবে বাহবা পেতেই পারে আরটিভি কর্তৃপক্ষ নাটকের আরও অভিনয় করেছেন, ঈশানা, আরফান আহমেদ, রিতু রহমান, লাবণ্য লিজা, জিদান সরকার, আরিফ আহমেদ সুমন, জাফর ইকবাল, সাজু আহমেদ, গোলাম মোস্তফা, সোহান, ইমরান, সেলিম রেজা, জাফর ইকবাল, সাদিয়া নুর প্রমুখ। নাটকের প্রধান সহকারী পরিচালক জাফর ইকবাল, সহকারী পরিচালক হাসিবুর রহমান শাওন। চিত্রগ্রহণ করেছেন এস কে সুমন।
×