ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাস চুক্তির প্রতিবাদে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৩:২৭, ৩০ নভেম্বর ২০১৫

গ্যাস চুক্তির প্রতিবাদে  ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

গ্যাস চুক্তির প্রতিবাদে তেল-আবিবে শনিবার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। এ চুক্তির কারণে তাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ মার্কিন কোম্পানি নোবল এনার্জিসহ কনসোর্টিয়ামের একচেটিয়া দখলে চলে যাবে। তারা এ চুক্তির নিন্দা করে বলছে, এটি কনসোর্টিয়ামের জন্য একটি ‘গিফট’। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এবং পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। বিরোধীরা রাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের মজুদ নোবল ও দেলেক কোম্পানির হাতে একচেটিয়াভাবে চলে যাওয়ার আশঙ্কা করছে। -এএফপি
×