ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ নভেম্বর ২০১৫

কালকিনিতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১৩ নবেম্বর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি করে পছন্দের লোককে নিয়োগ দেয়ার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টায় নবগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিবাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। এ সময় বক্তব্য রাখেনÑ স্কুলের সাবেক প্রধান শিক্ষক রমেশ চন্দ্র, নিতেশ ম-ল, হরষিত বাড়ৈ, রবীন্দ্রনাথ মৃধা, সুপেন ঢালী প্রমুখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মিলে স্বজনপ্রীতি করে এর আগেও তাদের বংশের পাঁচজনকে নিয়োগ দিয়েছেন। এবারও এভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করেন। আমরা এ নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানাই।
×