ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামদর্দ ভার্সিটির ভিসি হলেন ড. তানভীর খান

প্রকাশিত: ০৬:২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৫

হামদর্দ ভার্সিটির ভিসি হলেন ড. তানভীর খান

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. তানভীর আহমেদ খান। মঙ্গলবার রাষ্ট্রপতি ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদশের মাননীয় চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেন। ড. তানভীর খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে অনার্স ও ১৯৭৭ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে যুক্তরাজ্য থেকে পিএইচডি ডিগ্রী করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে পরিচালক হিসেবে বার্ডে, ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এবং এক্সারনাল এক্সামিনার হিসেবে বুয়েটে কাজ করেন। তিনি ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
×