ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সেরে উঠছেন নায়করাজ রাজ্জাক

প্রকাশিত: ০৭:০১, ২ জুলাই ২০১৫

সেরে উঠছেন নায়করাজ রাজ্জাক

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সেরে উঠছেন। তবে এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। ইউনাইটেড হাসপাতাল এবং নায়করাজের পরিবার সূত্রে জানা গেছে, তিনি ক্রমান্বয়ে সেরে উঠছেন তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এজন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এ বিষয়ে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্বাসকষ্টের কারণে তাঁকে ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্তিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। তবে মানসিকভাবে তিনি সচেতন আছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। ওষুধের মাধ্যমে তাঁর শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আছে। জানা গেছে, অতিরিক্ত ধূমপানের জন্য তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর গুলশানের ইউনাইডেট হাসপাতালে রাজ্জাকের ছোটছেলে চলচ্চিত্র নায়ক সম্রাট তাঁর বাবার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, বাবা সিওপিডিতে ভুগছেন। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বাবাকে এর আগে তিনবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবা আবার অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে ডাক্তাররা তাঁকে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চারজন বিশেষজ্ঞ ডাক্তার বাবার চিকিৎসায় নিয়োজিত আছেন। এর মধ্যে প্রধান দায়িত্ব পালন করছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরী। সম্রাট তার বাবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর অশেষ রহমতে এবং দেশবাসীর দোয়ায় তিনি সেরে উঠছেন বলে জানান তিনি।
×