ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলারে দালালের গুলি নিখোঁজ ৩

প্রকাশিত: ০৩:৪৭, ১১ মার্চ ২০১৫

কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলারে দালালের গুলি নিখোঁজ ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সাগরে মালয়েশিয়ায় মানবপাচারকারী দালালদের মধ্যে যাত্রী ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। স্থল ও সাগর পথে প্রশাসনের কড়াকড়ি দেখে মানবপাচারকারী দালালরা এবার নেমেছে মালয়েশিয়াগামী লোকজনকে ছিনতাই করার ধান্ধায়। অভিযোগ রয়েছে, উখিয়া সোনারপাড়ার এক যুবদল নেতার নেতৃত্বে সাগরে মালয়েশিয়াগামী যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের মাধ্যমে ফের তুলে দেয়া হচ্ছে মালয়েশিয়াগামী ট্রলারে। মানবপাচার কাজের সঠিক তথ্য নিয়ে ওই যুবদল নেতার সশস্ত্র ক্যাডাররা বঙ্গোপসাগরে এক ট্রলার থেকে ছিনিয়ে নিয়ে ওইসব লোকজনকে তাদের টোকেনে মালয়েশিয়ায় পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ ধরনের একটি ঘটনায় সোমবার রাতে বোটের কর্মচারী ঘটিভাঙ্গার ঢেমবনিয়াপাড়ার আব্দুস শুক্কুর নামে এক যুবক গুলিবিদ্ধ আহত হয়েছে। অনেকে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিলে এদের মধ্যে তাজিয়াকাটার দিলদার মিয়াসহ তিন যুবক এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সশস্ত্র দালাল চক্র বোটসহ অন্তত ৩০ মালয়েশিয়াগামীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের টোকেনে তুলে দিয়েছে মালয়েশিয়াগামী বড় জাহাজে। সোমবার মধ্যরাতে বঙ্গোপসাগরে মহেশখালি তাজিয়াকাটা পয়েন্টে এ ঘটনা ঘটে। কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, তিনি ঘটনাটি জেনে পুলিশকে অবহিত করেছেন। মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খবরা খবর নেয়া হচ্ছে।
×