ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উখিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে গুলিবিনিময় ॥ আহত ৮

প্রকাশিত: ০৫:২২, ২৪ জানুয়ারি ২০১৫

উখিয়ায় যুবলীগ ও  ছাত্রলীগের মধ্যে গুলিবিনিময় ॥ আহত ৮

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার উখিয়া পালংখালী স্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। আওয়ামী লীগ নেতা হাফেজ জাকের, জাফর আলম এবং যুবলীগ কর্মী আব্বুইয়া, শফিক ও আনোয়ার হাসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উখিয়ার পালংখালী স্টেশন বাজারে যুবলীগ নেতা জুয়েল ও ছাত্রলীগ নেতা আলী আহমদ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গত বুধবার পালংখালী স্টেশনে এক চা দোকানের কর্মচারীর সঙ্গে ছাত্রলীগের দুই কর্মীর সংঘর্ষ বাধে। এতে ছুরিকাঘাতে আহত চা দোকানের কর্মচারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় স্থানীয় পান দোকানি হাফেজ ইসহাক সৃষ্ট বিবাদে জড়িয়ে না পড়তে এক যুবলীগ কর্মীকে চড়-থাপ্পড় দেয়। ঐ ঘটনার রেশ ধরে যুবলীগের দুই কর্মী শুক্রবার বিকেলে হাফেজ ইসহাকের পান দোকানে হামলা করে তাকে মারধর করে। খবর পেয়ে নলবনিয়া থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি আলী আহমদের লোকজন ও বটতলী থেকে যুবলীগ নেতা জুয়েলের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে উভয় গ্রুপের মধ্যে শুরু হয় গুলিবিনিময়। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
×