ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মা-বাবার অঙ্কের টিউশন

প্রকাশিত: ০৫:০৯, ১৩ জানুয়ারি ২০১৫

মা-বাবার অঙ্কের টিউশন

প্রাইমারি স্কুলে সন্তানরা অঙ্কের ক্লাসে কি শিখছে তা বুঝতে সিঙ্গাপুরে কিছু মা-বাবা এখন অঙ্কের টিউশন নিচ্ছে। দেশটির একটি টিউশন সেন্টার এজন্য যে বিশেষ কোর্স পরিচালনা করছে তার ফি ৭০০ ডলার। সিঙ্গাপুরে টিউশন এখন ১০০ কোটি ডলারের বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। জিনিয়াস ইয়াং মাইন্ডস সেন্টার নামে এক টিউশন সেন্টারের প্রিন্সিপ্যাল নুর হিদায়াত ইসমাইল বলেন, অনেক মা-বাবা তাদের সেন্টারে আসেন যাদের অঙ্কের জ্ঞান একেবারে শূন্য।- বিবিসি সমুদ্রতল থেকে আংটি কথায় আছে, সমুদ্র যা নেয় তা আবার ফিরিয়ে দেয়। আর ৩৫ বছর আগে সার্ফিং করার সময় হারিয়ে যাওয়া দামি সোনার আংটি ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোর রবার্ট ফওলার। গুপ্তধন অনুসন্ধানকারী ল্যারি একদিন সমুদ্রতলে আবর্জনার সঙ্গে একটি আংটি পান। দেখেন আংটির মধ্যে খোদাই করা রয়েছে ‘মেরিন কান্ট্রি হাইস্কুল’ ও ফওলারের নাম। পরে ল্যারি স্কুলে যোগাযোগ করে ফওলারকে আংটি ফিরিয়ে দেন।- ওয়েবসাইট
×