ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে পুলিশের বাধায় বিএনপির ইফতার পার্টি পণ্ড

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ২২:০৪, ২৭ মার্চ ২০২৪; আপডেট: ২২:০৯, ২৭ মার্চ ২০২৪

টঙ্গীতে পুলিশের বাধায় বিএনপির ইফতার পার্টি পণ্ড

ইফতার পার্টি করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।

গাজীপুরের টঙ্গী বাজারে বুধবার আয়োজিত বিএনপির ইফতার পার্টি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। সংগঠনটির একাধিক নেতা-কর্মী বলেন,বুধবার সন্ধ্যায় কয়েকশ নেতা-কর্মী টঙ্গী বাজার এলাকায় ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন।

এর আগে বিকাল পাঁচটার দিকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের দুইটি দল ওই স্থানে গিয়ে সংগঠনের নেতা-কর্মীদের বেরিয়ে যেতে বলে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো,সহ সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল নেতারা উপস্থিত হন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন, আজকের ইফতার মাহফিলের আয়োজন করতে পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। বিকাল পাঁচটার দিকে হঠাৎ পুলিশের দুটি দল ইফতার অনুষ্ঠানে এসে সকল কার্যক্রম বন্ধ করতে বলে। অন্যথায় আমাদের গ্রেপ্তারের হুমকি দেয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা দুইটি ভাগে বিভক্ত হয়ে আজ পাশাপাশি পৃথক স্থানে অবস্থান নেয় নিয়ে ইফতারির আয়োজন করে। এতে সংঘর্ষের আশংকায় সংঘর্ষ এড়াতে ইফতার মাহফিল নিয়ে সকল নেতাকর্মীদের স্থান ত্যাগ করতে বলা হয়। তাদের লিখিত কোন অনুমতি ছিল না।

এসআর

×