ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ফ্রি-স্টাইলে চলছে খাল দখল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

কলাপাড়ায় ফ্রি-স্টাইলে চলছে খাল দখল

বাদুড়তলীর খালটি দখল করে এখন তোলা হচ্ছে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা

বাদুরতলীর খালটি দখল করে এখন তোলা হচ্ছে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। গত কুড়ি বছর টানা দখল সন্ত্রাসে খালটির এক-তৃতীয়াংশ দখল হয়ে গেছে। এই দখল তা-বের কারণে খালটি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। পাকা, আধাপাকা এসব স্থাপনা তুলে বিক্রি করে এক শ্রেণির প্রভাবশালী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ এই খালটি ফ্রি-স্টাইলে দখলের কারণে অন্তত কুড়ি হাজার পরিবার তাদের পানি নিষ্কাশনের পথ হারিয়ে ফেলবে। সেইসঙ্গে নিত্যদিনের ব্যবহারের পানি সঙ্কটে পড়বে। এমনকি হাজারো পরিবারের কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খালটির দুই পাশ দিয়ে মাইলের পর মাইল ভরাট ও দখল হয়ে গেলেও স্থানীয় ভূমি প্রশাসনসহ পৌরপ্রশাসন আছে ঘুমিয়ে। অবস্থাদৃষ্টে মনে হয় পৌরকর্তৃপক্ষ ভুলে গেছে তাদের নাগরিক দায়িত্ব। আর ভূমি প্রশাসন যেন রয়েছে ঘুমিয়ে।  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, খাল দখলদারদের স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

×