ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুরা যার কাছ থেকে খেলার মাঠের নিশ্চয়তা পাবে অভিভাবকরা সেই প্রার্থীকে সমর্থন দেবেন : মেনন

প্রকাশিত: ০৭:২৮, ২৭ জানুয়ারি ২০২০

শিশুরা যার কাছ থেকে খেলার মাঠের নিশ্চয়তা পাবে অভিভাবকরা সেই প্রার্থীকে সমর্থন দেবেন :  মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে শিশু ও কিশোরদের একটাই দাবি ‘খেলার মাঠ’। যে প্রার্থী ছেলে-মেয়েদের খেলার মাঠের নিশ্চয়তা দেবে, পার্কের নিশ্চয়তা দেবে, যেখানে তারা খেলতে পারে, ঘুরতে পারে সেই শিশুরাই তাদের অভিভাবকদের বললে সেই প্রার্থীদের সমর্থন করতে। সোমবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা এই ক’দিন ধরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন নগরে, সেই ইশতেহারই গ্রহণযোগ্য হবে যেখানে ওয়াদা থাকবে নতুন প্রজন্ম ভালভাবে বেড়ে উঠতে পারে একথা উল্লেখ করে ঢাকা আট আসনের সংসদ সদস্য বলেন, মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী সবাইকেই এ বিষয়ে দিকে নজর দিতে হবে। আমরা শিশুদের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই। এটা প্রজন্মেও দাবি। আমারা যারা দায়িত্বে আছে এ বিষয়গুলো এড়িয়ে চলার এখন আর কোন সুযোগ নেই। সময় বলছে এসব ইস্যুতে কাজ করা ও নজর দেয়ার। এছাড়া একই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবেশ একথা উল্লেখ করে সাবেক মন্ত্রী মেনন বলেন, ঢাকা এখন কার্যত অবাসযোগ্য শহরে উঠেছে। বায়ু দূষণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই। যোগাযোগের ক্ষেত্রে মেট্রো রেল আসছে সে নিয়ে মানুষের কোনো আপত্তি নেই। কিন্তু নোংরা পরিবেশ শহরকে দূষিত করছে, সে ব্যাপারটিও আজকে সিটি কর্পোরেশনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মনোযোগ দিতে হবে। আজকে আমাদের শিশু-কিশোরদের তাদের শৈশবের আনন্দ ফিরিয়ে দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক জনাব সাখায়েত হোসেন বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি রাশেদ খান মেনন অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
×