ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ২৯টি বাড়ি লকডাউনে

প্রকাশিত: ০৩:৫৬, ৯ এপ্রিল ২০২০

বরিশালে ২৯টি বাড়ি লকডাউনে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীসহ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় আরও তিনটি বাড়ি লকাডাউন করেছে প্রশাসন। এনিয়ে বরিশাল জেলায় মোট ২৯টি বাড়ি লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেলের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ রাজীব আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে উজিরপুর পৌর এলাকায় পাঁচটি বাড়ি লকডাউন করা হয়। লকডাউন করা এলাকার একটি ঘরে অসুস্থ এক ব্যক্তি ছিল। তার বাড়ি নগরীর পলাশপুর জিয়া স্কুলের দক্ষিণ পাশে। তাই অনুসন্ধান শেষে ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে। ওই বাড়িতে অসুস্থ ব্যক্তির স্ত্রী বসবাস করেন। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানান, উপজেলার চাঁনপুরায় এক ব্যক্তির করোনা ভাইরাস উপসর্গ দেখা দেয়ায় তাকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। অর্থাৎ ওই বাড়ির লোকজনকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। সূত্রমতে, জেলায় মোট ২৯টি বাড়ি লকডাউন করা হয়েছে। এরমধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১৬টি, বাকেরগঞ্জ উপজেলায় চারটি, উজিরপুর উপজেলায় পাঁচটি, মেহেন্দিগঞ্জ উপজেলায় দুটি এবং বরিশাল সদরে দুটি।
×