ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় বখাটে গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৪, ৯ মার্চ ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় বখাটে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন ছাত্রীকে প্রকাশ্যে যৌন হয়রানির মামলায় আনোয়ার হোসেন (৩৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুরানো ঢাকার কোতোয়ালি থানাধীন নবাববাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী ছাত্রী নিজে আসামিকে সনাক্ত করেছে। আসামি নিজেও অপরাধ স্বীকার করেছে। ওসি জানান, রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। সে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ মোস্তফা কামাল জানান, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতেও কেউ কোনও শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার সকালে পুরান ঢাকার কলতাবাজারে প্রকাশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে দুই বখাটে। এই ঘটনায় দুপুরে সূত্রাপুর থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। জড়িত দু’জন মোটরসাইকেল আরোহীকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করেন ভুক্তভোগী।
×