ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে পাঁচ বস্তা গাঁজাসহ নারী বিক্রেতা আটক

প্রকাশিত: ০৫:৩২, ১৩ ডিসেম্বর ২০১৯

বরিশালে পাঁচ বস্তা গাঁজাসহ নারী বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘরের পাশে মাটির নীচে পাঁচটি প্লাস্টিকের বস্তা ভর্তি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় রাখা ১০৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ শাহানাজ বেগম (৪২) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ এর চৌকস সদস্যরা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক জাতীয় দ্রব্য কেনা বেচার গোপন খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওই গ্রামের আলী আকবর সিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলী আকবরের স্ত্রী শাহানাজ বেগম পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশে মাটির নীচে রাখা পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক শাহানাজ বেগম জানিয়েছে-সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
×