ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ মিছিল

মেডিক্যাল রিপোর্ট না দেয়া আদালত অবমাননা ॥ ফখরুল

প্রকাশিত: ১১:১৩, ৬ ডিসেম্বর ২০১৯

মেডিক্যাল রিপোর্ট না দেয়া আদালত অবমাননা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন না হওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকা ও জজকোর্ট এলাকাসহ বিভিন্ন জায়গায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পূর্বনির্ধারিত শুনানির দিনে খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট না দেয়া আদালত অবমাননার শামিল। ফখরুল বলেন, খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট সাবমিট না করায় সুপ্রীম কোর্টের আপীল বিভাগ তার মামলার শুনানি ৭ দিন পিছিয়ে দেয়। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীদের মৌখিক আবেদন আপীল বিভাগ গ্রহণ না করায় এবং শুনানির তারিখ পিছিয়ে দেয়ায় সমগ্র জাতি আজ শুধু হতাশই নয়, বিক্ষুব্ধও হয়েছে। আমরা অত্যন্ত বিস্ময় এবং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার শুরু থেকেই সাধারণ মানুষ যে সুযোগ-সুবিধা পান তাকে সেটুকু দেয়া হয়নি। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। ফখরুল বলেন, খালেদা জিয়া কারও সাহায্য ছাড়া একেবারে চলতে পারেন না, বিছানা থেকেও উঠতে পারেন না। মারাত্মক স্বাস্থ্যের অবনতির পরেও সরকার ক্রমাগত তার জামিনে বাধা দিচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অপেক্ষা করব। সাতদিনের কথা বলা হয়েছে। এই সাতদিনের মধ্যে কি হয় আমরা দেখব। তাকে মুক্তি না দিলে স্থায়ী কমিটির বৈঠকে বসে সিদ্ধান্ত নেব কি কর্মসূচী দেয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা এ ধরনের মামলায় সাধারণত ৭ দিনের মধ্যে জামিন হয়। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে এটা হয়নি। তার জামিনের ক্ষেত্রে পদে পদে বাধা দেয়া হচ্ছে। এটা অমানবিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন উপস্থাপন না করে আদালত অবমাননা করেছেন দাবি করে তিনি বলেন, সরকারের নির্দেশে তারা তা করেছে। অথচ আনঅফিসিয়াল সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতেই খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট চূড়ান্ত করা হয়েছিল। নতুন মেডিক্যাল বোর্ডের অধীনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের সঙ্গে পুরনো বোর্ডের প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল বিএসএমএমইউয়ের উপাচার্যের। ‘খালেদা জিয়া রাজার হালে আছেন’ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, তার এই বক্তব্য সরাসরি আদালতের ওপর হস্তক্ষেপের শামিল। প্রধানমন্ত্রী ও তার সরকার চান না খালেদা জিয়ার জামিন হোক। একদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে চার্জশীট অনুমোদন করা হয়েছে আর অপরদিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে এমন বক্তব্য দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেই খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট দিতে ভয় পেয়েছেন সংশ্লিষ্টরা। যেখানেই ব্যারিকেড সেখানেই প্রতিরোধ-সোহেল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, আগামীদিনের আন্দোলনে কোনও বাধাই বিএনপি মানবে না। যেখানে পুলিশ ব্যারিকেড দেবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
×