ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ

প্রকাশিত: ১১:৪০, ১৩ নভেম্বর ২০১৯

মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ

জনকণ্ঠ ডেস্ক ॥ মহারাষ্ট্রে প্রাদেশিক সরকার গঠনে এখনও কোন দলই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। রাজ্যটির সদ্যসমাপ্ত নির্বাচনে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি) সরকার গঠনে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত সময় দেয়া আছে। কিন্তু এরমধ্যেই মোদির মন্ত্রিসভা রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাজ্যপালকে সুপারিশ করছে মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা। এদিকে সরকার গঠনের সুযোগ পেলেও নির্ধারিত সময়ের মধ্যে এনসিপির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে শিবসেনাকে সরকার গঠনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু নানা তদবির করেও শেষ পর্যন্ত কংগ্রেসের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে দলটি ব্যর্থ হলে তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী এনসিপিকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এর আগে প্রথম সংখ্যাগরিষ্ঠ দল বিজেপিও সরকার গঠনে ব্যর্থ হয়। সূত্র জানায়, আজ রাতের মধ্যে এনসিপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে কেন্দ্রকে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবেন রাজ্যপাল। ইতোমধ্যে রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন। এদিকে ব্রাজিল সফর পিছিয়ে মন্ত্রিসভার জরুরী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
×