ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর হাসপাতালের অপারেশন কক্ষে রোগীদের জিম্মি করে অর্থ আদায়

প্রকাশিত: ০২:২৭, ২৭ অক্টোবর ২০১৯

যশোর হাসপাতালের অপারেশন কক্ষে রোগীদের জিম্মি করে অর্থ আদায়

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অপারেশন কক্ষে রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে পরিচ্ছন্ন কর্মী কৃষ্ণ দেবসহ তার সিন্ডিকেটের নামে। অপারেশনের জন্য ওয়ার্ড থেকে রোগী আনতে টাকা, রোগী ফেরত পাঠাতে টাকা। সন্তান হলে মিষ্টি খেতে টাকা। চাহিদা মতো টাকা দিতে না পারলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হতে হয় রোগীদের। এমনকি টাকা দিতে অস্বীকার করলে রোগীর সাথে মারমুখী আচারণ করেন কৃষ্ণ দেবের সহযোগীরা। গত ২২ অক্টোবর যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার মৃত আবুল কালাম হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক বিভিন্ন টেস্টের পর রোগীকে জানান, তার পিত্তথলীতে পাথর হয়েছে। তাকে অপারেশন করাতে হবে। রোগীর পরিবারের অর্থিক অবস্থা খারাপ হওয়ায় সরকারি হাসপাতালে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়। ২৬ অক্টোবর সকালে যশোর জেনারেল হাসপাতারের সার্জারি বিভাগের চিকিৎসক অজয় কুমার সরকার তাকে অপারেশন করেন। এরপর রোগীকে ট্রলি যোগে অপারেশন কক্ষের সামনে নিয়ে আসেন পরিচ্ছন্ন কর্মী কৃষ্ণ দেব। রোগীর স্বজনরা ট্রলি ওয়ার্ডে নেয়ার চেষ্টা করলে কৃষ্ণ দেব বাধা দেয় ও পাঁচশ টাকা বকশিস দাবি করেন। রোগীর স্বজনরা জানান, তারা দরিদ্র পাঁচশ টাকা দেবার মতো ক্ষমতা তাদের নেই। এতে কৃষ্ণ দেব ক্ষিপ্ত হয়ে বলেন, টাকা ছাড়া রোগী অপারেশন কক্ষ থেকে ছাড়ার কোনো নিয়ম নেই। রোগীর মেয়ে নাসিমার অভিযোগ, তারা দরিদ্র তাই সরকারি হাসপাতালে এসেছেন। কিন্তু পদে পদে তাদের কাছ থেকে টাকা আদায় করছে ওয়ার্ড বয়রা। মাত্র পাঁচশ টাকার জন্যে অপারেশন কক্ষের পরিচ্ছন্ন কর্মীরা তার পিতার ট্রলি আটকে দেন। পরে অন্য রোগীর কাছ থেকে দুইশ টাকা ধার করে তাদের দিয়েছেন। তারপর রোগীকে ছাড়েন তারা। এ ব্যাপারে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল কালাম আজাদ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×