ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর পদ্মায় বিজিবি-বিএসএফ গোলাগুলি, নিহত ১

প্রকাশিত: ১১:৪২, ১৮ অক্টোবর ২০১৯

রাজশাহীর পদ্মায় বিজিবি-বিএসএফ গোলাগুলি, নিহত ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার সময় ভারতীয় এক জেলেকে আটকের ঘটনা কেন্দ্র করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর পদ্মার মোহনায় এ ঘটনা ঘটে। তবে গোলাগুলির এ ঘটনায় বিএসএফের এক জওয়ানের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের জি-২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টে বিএসএফের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। মৃত বিএসএফ জওয়ানের নাম বিজয় ভান। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি বিএসএফের হেড কনস্টেবল। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু এ নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এর আগে বিকেল ৩টার দিকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতীয় একজন জেলে তাদের কাছে আটক রয়েছে। এদিকে এদিন সন্ধ্যা ৬টার দিকে চারঘাট থানার ওসি সমিত কুমার জানান, বিএসএফের একজন জওয়ান মারা গেছেন বলে তারা। বিকেল ৪টার বৈঠক এক ঘণ্টা বৈঠক পিছিয়ে দেয়। পদ্মায় মাছ ধরা প্রতিরোধ অভিযানে থাকা চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যায়। তারা দেখেন, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন। তিনি বলেন, তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গুলি ছোড়ে। বিজিবিও এর প্রতিবাদ জানিয়ে গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে। আরিফুল ইসলাম বলেন, এ ঘটনার পর প্রণব মন্ডল নামের একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও। তদন্তে বিজিবি-বিএসএফ ॥ রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে, বিজিবির গুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি অনাকাক্সিক্ষত। তাই দু’সীমান্তরক্ষী বাহিনী ঘটনাটি তদন্ত করবে। আর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে মা ইলিশ ধরার অভিযোগে ভারতীয় এক জেলেকে আটক করে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘাটনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর বিকেল পৌনে ৫টা থেকে ঘণ্টাব্যাপী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অধিনায়ক রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১) এবং বিএসএফ (কমান্ড্যান্ট ১১৭) ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর চর শাহরিয়ার বাঁধ নামক স্থানে এ বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট দাবি করেন তাদের একজন সদস্য নিহত এবং একজন সদস্য আহত হয়েছে। এ ব্যাপারে উভয়পক্ষ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে একমত হন। এছাড়া এ বিষয়ে আরও আলোচনার জন্য শীঘ্রই পতাকা বৈঠক করার বিষয়ে উভয়পক্ষ একমত হন। এ নিয়ে সীমান্তে উত্তেজনা থাকলেও বিকেলে উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় বলেও জানান, রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।
×