ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:২৯, ১৭ অক্টোবর ২০১৯

রায়পুরে নিখোঁজ মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর মাহফুজা বেগম (৫৫) মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। নিহত মাহফুজা বেগম ৭নং কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের ১নং ওয়ার্ড আমিন উল্যা মুন্সি বাড়ির সাবেক পুলিশ সদস্য মৃত: বাহার উল্যার স্ত্রী। নিহতের বড় ছেলে আবদুল কুদ্দুস রিপন জানান, তার মা মাহফুজা বেগম বুধবার বিকেলে ডায়াবেটিস জনিত কারণে রাস্তায় হাটতে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় স্থানীয় এলাকায় ও মসজিদের মাইকের মাধ্যমে নিখোঁজের ঘোষণা দেওয়া হয়। পরে রাতে রায়পুর থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন তিনি। তার মায়ের গলায়, হাতে ও কানে ২ ভরি ওজনের স্বণালঙ্কার ছিল। মায়ের উদ্ধারকৃত লাশের সাথে স্বর্ণগুলো পাওয়া যায়নি। সম্ভবত স্বর্ণের জন্যই তার মাকে খুন করা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে যোগাযোগ করলে রায়পুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত শিপন বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ কেরোয়া এলাকায় একটি সুপারী বাগানের পাশর্^স্থ খালে একটি বস্তাবান্দি লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তায় ভর্তি লাশটি উদ্ধার করি। তখন বস্তার মুখটি খোলা ছিল এবং লাসের মাথা পানিতে ডুবানো অবস্থায় ছিল। উদ্ধারকৃত লাশটি গতকাল নিখোঁজ হওয়া মাহফুজা বেগমের বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে রিপন। দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। ইতোমধ্যে আমরা এব্যাপরে তদন্ত শুরু করেছি।
×