ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রীর সন্তানকে নিয়ে ক্লাস

প্রকাশিত: ১০:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯

  ছাত্রীর সন্তানকে  নিয়ে ক্লাস

যুক্তরাষ্ট্রের লরেন্সভিলের জর্জিয়ার গুইনেট কলেজের শিক্ষিকা ডঃ রামাতা সিসোকো সিস তার পিঠে ছাত্রীর সন্তানকে বেঁধে নিয়ে তিন ঘণ্টা ক্লাস নিয়েছেন। সম্প্রতি ক্লাস চলাকালীন ওই শিক্ষার্থী তার সন্তানকে নিয়ে সরাসরি ক্লাসে চলে আসেন। তিনি এ্যানাটমি, ফিজিওলজি ও জীববিজ্ঞানের সহকারী অধ্যাপিকা ডঃ সিস জানান, তার ছাত্রী বাচ্চাকে সামলানোর জন্য কোন আয়া পাননি। তাই বাচ্চাকে সঙ্গে নিয়েই ক্লাস করতে যান। ওই ছাত্রী শিক্ষিকাকে জিজ্ঞাসা করেছিল ক্লাসে বাচ্চাকে নিয়ে ক্লাস করা যাবে কিনা। ইতোমধ্যে ওই শিক্ষার্থী ক্লাস মিস করেছে ও পিছিয়ে গেছে। সামনে ওদের পরীক্ষা রয়েছে। আর পেছানো সম্ভব নয়। তিনি বলেন, আমি জানতাম ওই ছাত্রীটি খুব স্মার্ট এবং পড়াশোনাতেও ভাল। ও সত্যিই শিখতে চাইত। অধ্যাপকের ওই ছাত্রী তথা শিশুটির মা যখন সন্তানকে নিয়ে ক্লাস করতে আসেন তখন ডঃ সিস বুঝতে পারেন কোলে বাচ্চাকে নিয়ে ক্লাসে মন দেয়া কতটা সমস্যার। সিস বলেন, আমার দেশ মালিতে। আমরা বাচ্চাদের নিরাপদে পিঠে বেঁধে রাখার জন্য চাদর এবং কাপড়ের অন্যান্য টুকরো ব্যবহার করি। আমার স্বাভাবিক প্রবৃত্তিই ছিল শিশুটিকে সুরক্ষিত রাখার উপায় খুঁজে বের করা। আমি তখন একটি পরিষ্কার ল্যাব কোট রাখার তাকের পাশেই দাঁড়িয়েছিলাম। তাই ছাত্রীকে সাহায্য করতে শিশুটিকে তার পিঠে বেঁধে নিলাম। তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছেই যতেœ রাখেন যাতে তার মা মন দিয়ে নোট নিতে পারে। -ইন্ডিয়া টাইমস
×