ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় গণপূর্তমন্ত্রী

অতি অল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে

প্রকাশিত: ১১:১৯, ২৯ মে ২০১৯

অতি অল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে

স্টাফ রিপোর্টার ॥ সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তাই অতি অল্প সময়ের মধ্যে সব সূচক অর্জন করে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘ বসতি সম্মেলনের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের একটি সেশনে বাংলাদেশ স্টেটমেন্ট প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, জাতিসংঘের এই ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে আমরা সমন্বিতভাবে পরিকল্পিত মানব বসতি ও পরিকল্পিত নগরের মাধ্যমে অধিক বাসযোগ্য নির্মল পৃথিবী গড়ে তোলার জন্য ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করতে পারব। গণপূর্তমন্ত্রী বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের গতিধারার সঙ্গে সঙ্গে নগরায়ন দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ১৯৬১ থেকে ২০১১ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যা ৫০ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ মিলিয়ন হয়েছে এবং একইসঙ্গে শহরের জনসংখ্যা ২.৬ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩.৪৩ মিলিয়ন হয়েছে যা প্রায় ১৬০০ শতাংশ বৃদ্ধি। ধারণা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে শহরের জনসংখ্যা হবে ৬০ থেকে ৮০ মিলিয়ন। নগরে জনসংখ্যার এমন বৃদ্ধির কারণে সীমিত নাগরিক সুবিধা ও সীমিত সম্পদ দিয়ে তাদের জন্য আশ্রয়, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নাগরিক সেবা ও বিনোদন সুবিধা প্রদান ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে। মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটি আমরা আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে মোকাবেলা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ও রোহিঙ্গাদের জন্য সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা সমস্যা আজ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি আন্তর্জাতিক ইস্যু এবং এর একটি স্থায়ী সমাধান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে। উল্লেখ্য, কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২৭-৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটাট এসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারী, বেসরকারী সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। উল্লিখিত এ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
×