ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসান উদ্দিন সরকার দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ০১:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

হাসান উদ্দিন সরকার দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মো. শহীদুল ইসলাম এই আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হাসান উদ্দিন সরকার সহ ৭ আসামী জেল হাজতে ছিলেন। ওই মামলায় হাসান উদ্দিন সরকারসহ সাত আসামিকে মামলার ধার্য তারিখ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার ৭ আসামীর উপস্থিতিতে তাদের ১০ দিনের রিমান্ড ও জামিনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট মো. শহীদুল ইসলাম সকল আসামীর জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামিরা হলেন- বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আঃ রহিম আল মাদানী (৩২), মোঃ আশাদুল্লাহ (৪৫), মোক্তার হোসাইন (২৭), আজিজুল হক (৪২), মোঃ হাসান উদ্দিন (৪৪) ও মোঃ সাত্তার মিয়া (৩৯)।
×