ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে মাদক নির্মূলে লিফলেট বিতরন শুরু করলো ‘মাদক বিরোধী শক্তি’

প্রকাশিত: ২৩:৫৬, ২১ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জে মাদক নির্মূলে লিফলেট বিতরন শুরু করলো ‘মাদক বিরোধী শক্তি’

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ মাদক মুক্ত উন্নত সমাজ উপহার দেয়ার প্রত্যয় আর এ স্বপ্ন পূরনের প্রত্যাশা নিয়ে সাহসী এক ঝাঁক উদীয়মান তরুন-তরুনী ও গৃহবধুদের সমন্বয়ে হবিগঞ্জে গড়ে উঠা জনপ্রিয় ব্যতিক্রমী সামাজিক সংগঠন ‘মাদক বিরোধী শক্তি’ তরুন-তরুনী সহ নানা পেশার মানুষকে উদ্বুদ্ধকরনে লিফলেট বিতরন কর্মসূচীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো। গতকাল শনিবার রাত পৌনে ১১ টার দিকে হবিগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ দলীয় এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির তার বাসভবন থেকে এই লিফলেট বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় মাদক বিরোধী শক্তি’ সংগঠনের নের্তৃত্বে জেলা শহর হবিগঞ্জ সহ ৯ উপজেলার সর্বত্র মাদক নির্মূলে করনীয় ও সহযোগিতা নিয়ে এমপি আবু জাহিরের সাথে আলোচনায় অংশ নেন, সংশ্লিস্ট সংগঠনের মূল উদ্যোক্তা ও কেন্দ্রীয় মাদক বিরোধী শক্তির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী জান্নাত রাখী ও প্রকৌশলী শামস ই-আরেফিনের নের্তৃত্বে চলমান আলোচনায় অংশ নেন, চিত্র শিল্পী আশিষ আর্চায্য, সমাজসেবক মশিউর রহমান শামীম, এডভোকেট আব্দুর মোছাব্বির বকুল, ও সংশ্লিস্ট সংগঠন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোছাব্বির চৌধুরী রাব্বী সহ প্রমুখ নের্তৃবৃন্দ। এসময় এমপি আবু জাহির মাদক নির্মূলে সাহসী ভূমিকা রাখার জন্য সংশ্লিস্ট সংগঠনের নের্তৃবৃন্দের ভূয়শী প্রশংসা করে বিপথগামী তরুন-তরুনীদের রক্ষায় এমন কর্মকান্ড চালিয়ে যাওয়া এবং তার সহযোগিতার আশ্বাস দিয়ে মাদক বিরোধী প্রচারনার অংশ হিসেবে লিফলেট বিতরনের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে মাদক নির্র্মল সহ নানা উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক অবদান রাখায় এমপি আবু জাহিরের হাতে এক গুচ্ছ কবিতা সম্বলিত একটি দেয়ালিকা তুলে দেন লেখক প্রকৌশলী শামছ-ই আরেফিন।
×