ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শিক্ষক হত্যার দায়ে ১ জনের ফাঁসি

প্রকাশিত: ০৩:২৮, ১৮ জানুয়ারি ২০১৮

নেত্রকোনায় শিক্ষক হত্যার দায়ে ১ জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার বারহাট্টা উপজেলার মনাষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজুর্ন বিশ্বাসকে(৪৫) হত্যার দায়ে কালাচান(৪৪) নামক এক আসামীকে মৃত্যুদন্ড- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কালাচানের বাড়ি বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামে। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ের বিবরণে প্রকাশ, মনাষ সরকারী বিদ্যালয়ের নামে সরকারীভাবে বরাদ্দকৃত ৩০ হাজার টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়ার জন্য প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে চাপ দিয়ে আসছিলেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ছয়গাঁও গ্রামের জেড এ ফোয়াদ খান বাবুল। কিন্তু অর্জুন বিশ্বাস টাকা দিতে অস্বীকার করায় বাবুল তার প্রতি ক্ষিপ্ত হন। এর জের ধরে বাবুলের বড় ভাই কালাচান ২০১৫ সালের ২ ডিসেম্বর সকালে অর্জুন বিশ্বাসকে বিদ্যালয়ে যাবার পথে নৃশসংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় অর্জুনের স্ত্রী মায়া রানী বিশ্বাস বাদী হয়ে কালা চাঁনসহ চারজনকে আসামী করে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। সারা দেশের প্রাথমিক শিক্ষকরা তখন ওই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আন্দোলন করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৩১ জানুয়ারি আদালতে চার আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার আসামী কালাচানকে মৃত্যুদ- এবং অপর তিনজনকে খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্তরা হলেনঃ এমদাদুল হক হীরা ওরফে সাগর, জেড এ ফোয়াদ খান ওরফে বাবুল ও মো. ভাসানী ওরফে শহিদুল ইসলাম। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) এ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ। এছাড়া আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল ও মাজহারুল ইসলাম খান।
×