ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মে.জে. (অব.) এহতেশাম হচ্ছেন জাপার মেয়র প্রার্থী

প্রকাশিত: ০২:০১, ১৫ জানুয়ারি ২০১৮

মে.জে. (অব.) এহতেশাম হচ্ছেন জাপার মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেবে বিরোধী দল জাতীয় পার্টি। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। দলীয় সূত্রগুলো বলছে, জাপার প্রার্থীর ক্ষেত্রে চমক দেবেন এরশাদ। আগে প্রার্থী হয়েছিলেন দলের নগর কমিটির নেতা বাহাউদ্দিন বাবুল। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন ব্যবসায়ী নেতা আনিসুল হক। তার মৃত্যুতে মেয়রের পদ শূণ্য হয়। তাই এবারের উপ নির্বাচনে প্রার্থী দেয়ার ক্ষেত্রে পরিবর্তন আনছে জাতীয় পার্টি। সোমবার পার্টির চেয়ারম্যানের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে দলের এক জরুরী সভায় ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়। জাতীয় পার্টির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত মেজর জেনারেল এহতেশাম জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি বড় ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের মালিক বলেও জানা গেছে। এ ব্যাপারে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমি আগেই বলেছি জাতীয় পার্টি সকল নির্বাচনে যোগ্য প্রার্থী দিয়ে লড়াই করবে। তারই ধারাবাহিকতায় ডিএনসিসির মেয়র পদেও আমরা শক্তিশালী প্রার্থী দিচ্ছে। কাল (আজ) পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থী ঘোষণা করবেন। আমাদের মধ্যে একাধিক প্রার্থী মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় তাদের মধ্য থেকে যিনি অত্যাধিক যোগ্য তাকেই মেয়র পদে মনোনয়ন দিচ্ছেন পল্লীবন্ধু এরশাদ। জানা গেছে, শুধু মেয়র পদে নয়, ৩৬ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডে যোগ্য কাউন্সিলর প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি। কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টি পৃথক পৃথক ভাবে বৈঠক করেছে। এ ব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির সবগুলো ওয়ার্ডেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকা সহ দক্ষিণের সকল ওয়ার্ডেই জাতীয় পার্টির মনোনয়নের আশায় থানা ও ওয়ার্ডের নেতারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে থেকে যে যোগ্য ও এলাকায় জনপ্রিয় তাকে কাউন্সিলর পদে দল থেকে সমর্থন দেয়া হবে।
×